Combat Violence Against Women

কলকাতা: দেশে নারী লাঞ্ছনা, ধর্ষণ এবং সামগ্রিক মনুষ্যত্বের অবমাননায় (Violence Against Women) উদ্বেগ প্রকাশ করে এক সপ্তাহব্যাপী ‘অঙ্গীকার যাত্রা’র ঘোষণা করলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষাবিদ, চলচ্চিত্রকার, ক্রীড়াবিদ ও সমাজকর্মীরা সম্মিলিতভাবে এই যাত্রার আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, সমাজে নৈতিকতার গভীর সংকট চলছে এবং সরকারগুলি অপরাধীদের আড়াল করতে ব্যস্ত।

প্রতিবাদে (Violence Against Women) উত্তাল রাজপথ

আহ্বানকারীরা এই সময়কে ‘বিপন্ন’ বলে আখ্যা দিয়ে বলেছেন, “প্রতিদিনের নারী লাঞ্ছনায়… সংকটগ্রস্ত এই সমাজ।” সাম্প্রতিক সময়ে হাথরস, উন্নাও, কামদুনি, পার্ক স্ট্রিট, আর জি করের ‘অভয়া’ ও কসবা ল’কলেজের মতো নারী নির্যাতনের ভয়াবহ ঘটনাগুলি সমগ্র সমাজকে আতঙ্কিত করে তুলেছে। বক্তৃতায় কাজী নজরুল ইসলামের বাণী উল্লেখ করে বলা হয়েছে, “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর,” কিন্তু সমাজে সেই চিন্তার চর্চার অভাবেই আজ আলোকিত অর্ধেক আকাশ ক্রমশ আচ্ছন্ন হচ্ছে।

বিশিষ্টজনদের অভিযোগ, নারী নির্যাতনের (Violence Against Women) বিরুদ্ধে দেশের নাগরিকবৃন্দ ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হলেও সরকার নির্বিকার এবং “অপরাধীদের আড়াল করতে ব্যস্ত।” তবে, হাজার অপচেষ্টার পরও প্রতিবাদের মৃত্যু হয় না, এই দৃঢ় বিশ্বাস থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে।

Angikar Yatra

‘অঙ্গীকার যাত্রা’র সময়সূচি

  • যাত্রা শুরু: আগামী ৯ ডিসেম্বর, নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম-মৃত্যু দিবস থেকে এই যাত্রা শুরু হবে।
  • যাত্রা সমাপ্তি: ১৬ ডিসেম্বর, দিল্লির নির্যাতিতা তরুণী ‘নির্ভয়া’ দিবস-এ এই পদযাত্রা শেষ হবে।
  • যাত্রাপথ: রাজ্যের গ্রাম-শহর, নগর-বন্দর থেকে শুরু করে পাহাড় থেকে উপকূল, সুন্দরবন থেকে জঙ্গলমহল পর্যন্ত বাংলার প্রতিটি প্রান্ত অতিক্রম করবে এই ‘অঙ্গীকার যাত্রা’।
  • সমাপনী সমাবেশ: যাত্রার সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক কলেজ স্ট্রিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে।

সপ্তাহব্যাপী এই যাত্রা নারী নির্যাতনের বিরুদ্ধে, ন্যায় বিচারের দাবিতে এবং এই নৃশংসতাকে রুখে দেওয়ার শপথ গ্রহণের প্রতীক।

Also Read: বিশ্ব এইডস দিবসে সচেতনতার বার্তা ছড়াল কলকাতার সংস্থা

আহ্বানে বিশিষ্টজনেরা

এই প্রতিবাদী পদযাত্রায় রাজ্যের লক্ষ নারীর অংশগ্রহণের আহ্বান জানিয়ে আবেদন করেছেন অধ্যক্ষা মৈত্রেয়ী বর্ধন রায়, চলচ্চিত্রকার শতরূপা সান্যাল, অধ্যাপিকা (ডা:) নূপুর ব্যানার্জী, ক্রীড়াবিদ অনীতা রায় ও কুন্তলা ঘোষ দস্তিদার, অ্যাডভোকেট দেবযানী সেনগুপ্ত সহ ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ মঞ্চের অন্যান্য সদস্যরা। তাঁরা সমাজের সকল স্তরের মানুষকে এই আন্দোলনে শামিল হওয়ার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।

Debabrata Sengupta

By Debabrata Sengupta

Debabrata Sengupta is a senior journalist. He worked with many news portal and channel.

© 2026 IndiasPress | All Rights Reserved