West Bengal Weather Forecast

ডিসেম্বরের মাঝামাঝি এসে বাংলায় (Weather Forecast) শীত, কামড় বসিয়েছে। উত্তুরে হিমেল হাওয়ার জেরে কাঁপছে মানুষ। স্বভাবতই পারদ অনেকটাই নিচে নেমেছে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শীতের দাপট জারি থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস (আইএমডি)। এমনকি চলতি সপ্তাহে ঠান্ডা বাড়ার পূর্বাভাস শুনিয়েছে।

বর্তমানে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। কলকাতাতেই পরিস্থিতি একই। সকাল সন্ধ্যা হলেই সোয়েটার-মাফলারছাড়া বাইরে বেরোলেই হিমের পরশ অনুভূত হচ্ছে। সপ্তাহের ছুটির দিন রবিবারেও তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশেপাশে। আবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করেছে। সোমবারে ঠান্ডা সামান্য বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: Kia Seltos 2026-এর বিশ্বব্যাপী আত্মপ্রকাশ, ২০২৬-এর প্রথমেই লঞ্চ

বরাবরের মতো পশ্চিমের জেলাগুলিতে শীতের কামড় তুলনামূলক বেশি অনুভূত হবে। সর্বনিম্ন তাপমাত্রা কয়েকদিন ধরে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। কোথাও আবার পারদ ১০ ডিগ্রির ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে চলবে কুয়াশার খেলা। সকাল ও রাত বাড়ার সাথেই কুয়াশার প্রভাব বাড়ার কথা জানানো হয়েছে। তবে স্বস্তির খবর, কয়েকদিনে আকাশ পরিষ্কার থাকবে। বঙ্গোপসাগরে আপাতত কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই। তাই আবহাওয়া শুষ্ক থাকবে।

কলকাতায় বাড়বে ঠান্ডা (Weather Forecast)

কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান – প্রায় সর্বত্রই শীতের খেলা জারি থাকবে। এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব দেখা যাবে। ফলে দৃশ্যমানতা কমার প্রবল সম্ভাবনা।

উত্তরবঙ্গেও কুয়াশার প্রকোপ (Weather Forecast) বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশা, আর কোচবিহার, আলিপুরদুয়ার সহ সমতলের জেলাগুলিতে ২০০ মিটার পর্যন্ত দৃশ্যমানতা নেমে যেতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের তাপমাত্রাও চলতি সপ্তাহে আরও কিছুটা কমবে। সব মিলিয়ে, আগামী কয়েক দিন শীতের দাপটে কাঁপবে বাংলা।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved