SIR West Bengal Draft List

আজ ১৬ ডিসেম্বর, ২০২৬ মঙ্গলবার কথামতোই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India বা ECI)। ফলে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (SIR West Bengal Draft List) কাদের নাম বাদ পড়ল, তা এখন এক ক্লিকেই জানা যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে সরানো হয়েছে। নেপথ্যে রয়েছে বিভিন্ন কারণ, যেমন মৃত্যু, স্থানান্তর এবং এসআইআর ফর্ম জমা না করা। চলুন আপনার নাম তাালিকায় রয়েছে কীভাবে দেখবেন, তা জেনে নেওয়া যাক।

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৫৮ লাখ ২০ হাজার ৮৯৮ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার ফলে মোট ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই এসআইআর আগাামী বছর বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত প্রস্তুতি বলেই মত বিশষজ্ঞদের।

তালিকায় (SIR West Bengal Draft List) আপনার নাম দেখবেন কীভাবে?

খসড়া ভোটার তালিকা দেখার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যা কিনা – eci.gov.in। এছাড়া বাংলায় মুখ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in থেকেও জানা যাবে। এখানে ঢুকে নাম অথবা এপিক নম্বর দিলেই আপনার যাবতীয় তথ্য স্ক্রিনে ভেসে উঠবে।

অনলাইনে যদি অসুবিধা হয়, অফলাইনে আপনি আপনার নামের তালিকা জেনে নিতেই পারেন। তবে এজন্য আপনাকে আপনার এলাকার বিডিও অফিসে যেতে হবে। আবার আপনার বিএলও-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগুলি ছাড়াও রাজনৈতিক দলের বোথ পর্যায়ের সহায়কের কাছে গেলেও কাজ মিটবে।

আরও পড়ুন: ভারতে Yamaha YZF-R3 এবং MT-03-এর বিক্রি বন্ধ হল, নেপথ্যে কী কারণ?

নির্বাচন কমিশন এ বছরের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের তালিকাও সংশোধন করেছে। যেখানে নাম না তোলার কারণ উল্লেখ করা হয়েছে। এরা সেইসব ভোটার, যাদের নাম ২০২৫ সালের নির্বাচনের ভোটার তালিকায় (SIR West Bengal Draft List) থাকলেও ২০২৬ সালের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আপনি আপনার নাম অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in/asd_sir-এ আপনার ছবিযুক্ত পরিচয়পত্র (এপিক) নম্বর, অথবা আপনার নিজ নিজ রাজ্য বা বিধানসভা নির্বাচনী এলাকার লিঙ্কে ঢুকে দেখতে পারেন।

তালিকায় নাম না থাকলে কী করবেন?

  1. ফর্ম ৬ ফিল আপ করে জমা দিন, এর সঙ্গে অ্যানেক্সার-৬ ও জমা করতে হবে।
  2. আপনার বিএলও-এর কাছে এই ফর্ম জমা দিন।

এছাড়া ECINET মোবাইল অ্যাপ থেকেও ফর্ম ৬ জমা করা যাবে। আপত্তি জানানোর প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ থেকে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved