2025 Bajaj Pulsar 220F সম্প্রতি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। বিষয় হচ্ছে, দীর্ঘদিন ধরেই মোটরসাইকেলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রেতামহলে নানান চর্চা চলছে। যার মধ্যে অন্যতম এতে উপস্থিত সিঙ্গেল চ্যানেল এবিএস (অ্যান্ট লক ব্রেকিং সিস্টেম)। অনেকেই মনে করেছিলেন ২০২৫-এর অন্তিমে হয়ত কোম্পানি এর ডুয়েল চ্যানেল এবিএস ভার্সন লঞ্চ করেছে। সেই খবর রীতিমত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কিন্তু নয়া ভার্সন ওয়েবসাইটে লিস্টিং হতেই চক্ষু চড়কগাছ পালসার ২২০এফ-এর অনুরাগীদের! কেন শুনবেন? কারণ সেখানে সিঙ্গেল চ্যানেল এবিএস-এর কথাই উল্লেখ রয়েছে। অর্থাৎ এবারের পালসার ২২০এফ-এও দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। যা দেখে বস্তুত ক্রেতাদের প্রত্যাশায় কার্যত জল ঢেলে দিয়েছে বাজাজ।
এখন প্রশ্ন, তাহলে ২০২৫ বাজাজ পালসার ২২০এফ কী আপডেট পেয়েছে? সেই প্রসঙ্গে বলি, মডেলটি কেবলমাত্র কসমেটিক আপডেট পেয়েই সন্তুষ্ট রয়েছে। তবে ডিজাইনের নতুন নকশাও চোখ টানার মতো। আবার বাইকটি দুটি নয়া কালার অপশন পেয়েছে – ব্ল্যাক সহ কপার অক্সেন্ট এবং গ্রিনের সঙ্গে অরেঞ্জ। দুটিতেই কালো রঙ হাইলাইট হয়েছে। বাকি দুটি মডেল হচ্ছে ব্ল্যাক ও রেড এবং ব্লু ও ব্ল্যাকের সংমিশ্রণ। এছাড়া নতুন বৈশিষ্ট্যের তালিকায় যুক্ত হয়েছে এলইডি টার্ন ইন্ডিকেটর।
2025 Bajaj Pulsar 220F: ইঞ্জিন
উপরিউক্ত আপডেট ছাড়া আর বিশেষ কোন পরিবর্তন ঘটানো হয়নি। বাইকটি আগের মতোই একটি ২২০ সিসি, এয়ার-অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। এটি থেকে সর্বোচ্চ ২০.৬ বিএইচপি শক্তি এবং ১৮.৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। বাইকটিতে রয়েছে ব্লুটুথ চালিত এলসিডি ইন্ট্রুমেন্ট ক্লাস্টার। তবে এই বৈশিষ্ট্য পালসারের অন্যান্য মডেলেও বর্তমান।
আরও পড়ুন: পিইউসি শংসাপত্র ছাড়া মিলবে না জ্বালানি, দূষণ নিয়ন্ত্রণে কড়া দিল্লি
দাম
দামের প্রসঙ্গে বললে, 2025 Bajaj Pulsar 220F-এর এক্স-শোরুম মূল্য ১,২৮,৪৯০ টাকা ধার্য করা হয়েছে। জানিয়ে রাখি, এই দাম আগের তুলনায় প্রায় ১,২০০ টাকা বেশি। পূর্বে মোটরসাইকলেটি ১,২৭,২৬৯ টাকায় বিকোতো।
প্রসঙ্গত, পালসার ২২০এফ হচ্ছে পালসার ব্র্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি বাইক। বহুদিন ধরে এটি অসংখ্য ক্রেতার ভরসার পথ চলার সঙ্গী হয়ে এসেছে। যে কারণে এটি বাজাজের অন্যতম সর্বাধিক বিক্রিত মডেল। সেই ২০০৭ সালে প্রথম লঞ্চ হয়েছেল। এরপর থেকে আর পিছনে ফিরে চাইতে হয়নি। যে কোন বয়সের ক্রেতারদের আকৃষ্ট করার মতো ক্ষমতা রয়েছে বাইটির। ২০২১ সালে 250 সিরিজ লঞ্চের পর মডেলটির বিক্রি বন্ধ করে দিয়েছিল বাজাজ। কিন্তু ২০২৩-এ এসে ফের 220F নামে নতুন অবতারে আনা হয়।
