ডিসেম্বরের কাকভোরে খেঁজুরের রসের চাহিদা বৃদ্ধির সঙ্গেই এবার শীত স্বরূপ (West Bengal Weather Forecast) দেখাতে শুরু করল। টানা দুদিন কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পর শুক্রবার রাত থেকে ১৬ ডিগ্রির ঘরে নেমেছে। উত্তরবঙ্গে বর্তমান তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। একথা শুনে অনেকেই শীতের জোরাল কামড় উপভোগ করার স্বপ্ন দেখতে শুরু করেছেন। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে আবহাওয়া দপ্তর। বড়দিনের আগে পারদ পতন হলেও শীত দাপট দেখাবে না বলেই জানিয়েছে। এখন প্রশ্ন তাহলে জাঁকিয়ে শীত পড়বে কবে?
আরও পড়ুন: পিইউসি শংসাপত্র ছাড়া মিলবে না জ্বালানি, দূষণ নিয়ন্ত্রণে কড়া দিল্লি
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, জমাটি ঠান্ডা উপভোগ করতে হলে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে শীতপ্রেমীদের। নতুন বছরে শীতের কামড় টের পাওয়া যাবে বলেই পূর্বাভাস। এদিকে বর্তমানে সেভাবে ঠান্ডা না পড়লেও কুয়াশার ঘনঘটা রাজ্য জুড়েই চলবে। উত্তরের পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা।
কলকাতায় চলবে কুয়াশার খেলা(West Bengal Weather Forecast)
এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। তবে বেলা বাড়ার সঙ্গেই কুয়াশার প্রভাব কাটবে বলেই মত হাওয়া অফিসের। সকালের দিকে তাই দৃশ্যমানতা খানিক কমবে। যে কারণে যানবাহন চলাচলে কিছুটা সাবধানতা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অসংখ্য ক্রেতার প্রত্যাশায় জল ঢালল 2025 Bajaj Pulsar 220F! কেন শুনবেন?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিন দিন শহরের তাপমাত্রায় সেভাবে বদল অনুভূত হবে না। তবে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামবে। বেলা বাড়ার সঙ্গেই সূর্যের মুখ দেখা যাবে। উধাও হবে কুয়াশা।
দক্ষিণে শীতের অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। এদিকে উত্তরবঙ্গে ঠান্ডার প্রভাব বেশ ভালই অনুভূত হচ্ছে। অধিকাংশ এলাকাই ঢেকেছে কুয়াশার চাদরে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একজোড়া পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এর সঙ্গেই আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তরীয় হিমেল হাওয়া বঙ্গে ঢুকতে বাধা পাচ্ছে। সব মিলিয়ে বড়দিনের ছুটিতে সেভাবে শীতের কামড় (West Bengal Weather Forecast) টের পাবেন না বঙ্গবাসী।
