বলিউড কাঁপানোর পর হলিউড, হ্যাঁ ঠিকই ধরেছেন – প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কথাই বলা হচ্ছে। প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসের প্রেমকাহিনী লোকচর্চার একটি অন্যতম বিষয়। বলিউড থেকে হলিউড সর্বত্রই কান পাতলে দুই তারকার ‘মিষ্টি’ সম্পর্কের রসায়নের গুঞ্জন কানে আসে। এবারে ফের তারকা-জুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর (The Great Indian Kapil Show) চতুর্থ সিজনে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তিনি শোনালেন নিজের জীবনের এক অদ্ভুত ও রোম্যান্টিক করবা চৌথের গল্প। যা সম্প্রচারের আগেই বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
প্রিয়াঙ্কার (Priyanka Chopra) ভাষায় নিকের করবা চৌথ
ভাইরাল ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, তাঁর স্বামী নিক জোনাস নাকি ভারতীয় আচার-সংস্কার পালনে অতিই আগ্রহী। বলতে গেলে ভালোবেসেই সেগুলি পালন করেন। অভিনেত্রীর কথায়, নিকের সবচেয়ে প্রিয় উৎসব ‘করবা চৌথ’। তিনি জানান, এই উৎসবে বহুবার তাঁরা বিভিন্ন অদ্ভুত জায়গায় চাঁদ খোঁজার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: টিএফটি ডিসপ্লে সহ হাজির হল KTM 160 Duke, এখন আরও আকর্ষণীয়
ভারতীয় সংস্কৃতির প্রতি নিকের এই প্রেম দেখে কপিল শর্মা থেকে শুরু করে দর্শকবৃন্দ, সকলেই চমকে যান। শুধু তাই নয়, আনন্দিতও হন তাঁরা। প্রিয়াঙ্কার পাশে থেকে নিষ্ঠার সঙ্গে উৎসবের সমস্ত রীতি পালন করেন নিক।
প্রিয়াঙ্কা চোপড়া তাদের অতীতের এক বিশেষ স্মরণীয় করবা চৌথের রোম্যান্টিক অভিজ্ঞতার কথা শেয়ার করেন। যা শুনে হতবাক উপস্থিত সকলেই। অভিনেত্রী বলেন, “আমরা একবার একটি স্টেডিয়ামে ছিলাম। সেখানে নিকের শো চলছিল। বাইরে এতটাই মেঘ ছিল, মনে হচ্ছিল যেন এই বুঝি বৃষ্টি নামবে। প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষের সামনে নিক পারফর্ম করছিল।”
সময় করে রাত দশটা-এগারোটা বেজে গেলেও মেঘের কারণে চাঁদের দেখা মিল ছিল না। সারাদিন নির্জলা উপোস থেকে তখন প্রিয়াঙ্কাও ক্লান্ত। এমতাবস্থায় প্রিয়াঙ্কাকে নিজের ব্যক্তিগত বিমানে বসিয়ে মেঘের উপরে নিয়ে যান নিক। ফলে চাঁদ দেখার আর কোন বাধা রইল না। চাঁদের দেখা মিলতেই ব্রত ভঙ্গ করে প্রিয়াঙ্কা। নিকের এই রোম্যান্টিকতা সিনেমার গল্পকেও হার মানায়!
প্রিয়াঙ্কার এই রোম্যান্টিকতার গল্প শুনে কপিল শর্মা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করতে ছাড়েননি। দুষ্টুমির সুরে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেন, “আকাশে কি শুধুই ব্রত বা উপবাসই ভেঙেছিল? অন্য কিছু হয়নি? কপিলের এই প্রশ্নে লজ্জা না পেয়ে প্রিয়াঙ্কা হেসে জবাব দেন, “মিষ্টিও খেয়েছিলাম”। প্রিয়াঙ্কা ও কোপিলের খুনসুটি দেখে সেটে হাসির রোল পড়ে যায়।
View this post on Instagram
সোশ্যাল প্ল্যাটফর্ম রেডডিট (Reddit)-এ ভিডিওটি ভাইরাল হওয়ায় নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “অনেক টাকা থাকলে প্রেমটা হয়তো এমনই রোমান্টিক হয়, তাঁদের জন্য খুব খুশি।” অন্য একজন মজার ছলে লেখেন, “মেঘের চেয়েও উঁচু উড়ান তাঁদের ভালোবাসার।” যাইহোক প্রিয়াঙ্কার (Priyanka Chopra) এই পর্বটি দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অসংখ্য ভক্তবৃন্দ।
