South Bengal Weather Forecast

ডিসেম্বর-জানুয়ারি জাঁকিয়ে শীত পড়বে বলেই আশায় ছিলেন বাংলার (South Bengal Weather Forecast) বহু মানুষ। কারণ এবছর লা নিনা ও উত্তরে হাওয়ার প্রভাব বৃদ্ধির আগাম পূর্বাভাস ছিল। তবে গোটা নভেম্বরে শীত কার্যত ফিকে ছিল। বছরের শেষ মাসের শুরুতে ঠান্ডার দেখা মিললেও তা বেশি দিন স্থায়ী হয়নি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের গতি রুদ্ধ। তাই বড়দিনের ছুটিতে ঠান্ডার দাপট সেভাবে অনুভূত হবে না বলেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর।

এদিকে গতকাল থেকে ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। বাড়ছে উত্তরে হাওয়ার দাপট। কিন্তু তাপমাত্রা সেভাবে নামছে না। হাওয়া অফিস এজন্য উত্তর-পশ্চিম ভারতের তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করেছে। যার প্রভাবে পাঞ্জাব থেকে বাংলা মুড়েছে কুয়াশার চাদরে।

বড়দিনে বাড়তে চলেছে ঠান্ডা(South Bengal Weather Forecast)

বড়দিনের দোরগোড়ায় এসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনো তীব্র শীত অধরা। দিনের বেলায় হালকা শীত থাকলেও রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত আগামী পাঁচদিন তাপমাত্রায় বিরাট কোন বদলের সম্ভাবনা দেখছে না। তবে শীতপ্রেমীদের জন্য খুশির খবর রয়েছে। ২৫ ডিসেম্বরের পর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ বড়দিনে হাড়হিম করা শীত না থাকলেও, ঠান্ডা অনুভূত ভালোই হবে।

আরও পড়ুন: প্রেমের জোয়ারে মেঘের রাজ্য পার, প্রিয়াঙ্কার ব্রত ভাঙতে নজিরবিহীন কাণ্ড নিকের

কলকাতায় চলবে কুয়াশার খেলা

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতায় শীতের আমেজ খানিক বাড়বে। এর সঙ্গেই বৃদ্ধি পাবে কুয়াশার ঘনঘটা। তবে বেলা বাড়ার সঙ্গেই সূর্যের মুখ দেখা যাবে। উধাও হবে কুয়াশা। সকালের দিকে দৃশ্যমানতা কম থাকার জন্য যানবাহন চলাচলে সাবধানতা পালনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে উত্তরবঙ্গে ঠান্ডার প্রভাব বেশ ভালই অনুভূত হচ্ছে। অধিকাংশ এলাকাই ঢেকেছে কুয়াশার চাদরে। আগামী সপ্তাহে আরও কিছুটা পারদ পতন হতে পারে। পার্বত্য অঞ্চল থেকে সমতল – সব জায়গাতেই কাবু করছে শীত। সব মিলিয়ে বড়দিনের ছুটিতে বঙ্গের মানুষ ভালই শীতের আমেজ (South Bengal Weather Forecast) উপভোগ করতে পারবেন।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved