কলকাতা, ২১শে ডিসেম্বর ২০২৫: সুন্দরবন টাইগার রিজার্ভে রবিবার আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক। আয়োজন করেছিল জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (National Tiger Conservation Authority) এবং প্রজেক্ট এলিফ্যান্টের স্টিয়ারিং কমিটি। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের (Bhupender Yadav) সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সেখানে বাঘ ও হাতি সংরক্ষণে ভারতের ভবিষ্যৎ কর্ম প্রণালী এবং বর্তমান প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বাঘ ও মানুষের সংঘাত কমাতে ‘ত্রিস্তরীয় কৌশল’ এবং ব্যাঘ্র সংরক্ষিত এলাকার বাইরের অঞ্চলে বিশেষ ব্যবস্থাপনা প্রকল্পের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে, যে এলাকাগুলিতে মানুষের সঙ্গে বন্যপ্রাণের সংঘাত বেশি। সেখানে বিজ্ঞানভিত্তিক ও সমাজকেন্দ্রিক পদ্ধতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী (Bhupender Yadav) কী জানালেন?
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতে ব্যাঘ্র সংরক্ষণের মডেল আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বৈঠকে সর্বভারতীয় ব্যাঘ্র গণনার ষষ্ঠ চক্রের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, ‘প্রজেক্ট চিতা’র সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া গুজরাটের গান্ধীসাগর অভয়ারণ্য এবং মধ্যপ্রদেশের বন্য বিচরণভূমিতে চিতা পুনর্বাসনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বোতসোয়ানা থেকে আসা প্রতিনিধিদলগুলির সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে বৈঠকে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শীতপ্রেমীদের জন্য সুখবর! পারাপতনের পূর্বাভাস দিল হাওয়া অফিস
হাতি সংরক্ষণ ও আন্তঃরাজ্য সমন্বয়
প্রজেক্ট এলিফ্যান্টের বৈঠকে দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের হাতি সংরক্ষণ পরিকল্পনার সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। নীলগিরি মডেলের আদলে এলিফ্যান্ট কনজারভেশন প্ল্যান এবং ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে হাতি গণনার কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে হাতি-মানুষ সংঘাত এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও খতিয়ে দেখা হয়।
Union Environment Minister chairs NTCA and Project Elephant Meetings at Sundarbans; Reviews National Strategies for Tiger and Elephant Conservation@byadavbjp
📝https://t.co/bFqbtNrb8q pic.twitter.com/MskVWmEhCf
— PIB | MoEFCC (@EnvironmentPib) December 21, 2025
এই উপলক্ষ্যে শ্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav) ‘প্রজেক্ট চিতা ইন ইন্ডিয়া’, এনটিসিএ-র জার্নাল ‘STRIPES’, এবং দেশের বিভিন্ন ব্যাঘ্র প্রকল্পের অজানা তথ্য নিয়ে তৈরি ‘টাইগারভার্স’-সহ মোট ছয়টি প্রকাশনা উন্মোচন করেন। এদিনের বৈঠকে বিভিন্ন রাজ্যের ঊর্ধ্বতন বন আধিকারিক, পরিবেশ বিজ্ঞানী এবং সংরক্ষণ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সুন্দরবনের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অরণ্যে এই জাতীয় স্তরের বৈঠক বন্যপ্রাণী সংরক্ষণে কেন্দ্রের বিশেষ নজরদারিকেই স্পষ্ট করেছে।
