শীত কামড় বসালো বঙ্গে। অবশেষে ঠাণ্ডা (West Bengal Weather Forecast) পড়ছে না বলে হাপিত্যেশ থামল শীতপ্রেমীদের। রবিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন। উত্তুরে হিমেল হাওয়ায় রীতিমতো জবুথবু সমতল থেকে পার্বত্য এলাকা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বড়দিনের আগেই রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার আগাম বার্তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।
কলকাতায় বাড়বে ঠাণ্ডা (West Bengal Weather Forecast)
কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ডিসেম্বরের শুরুর দিকে শীত দাপট দেখালেও পরবর্তীতে ঠাণ্ডা ফিকে হয়ে যায়। সকালের দিকে হিমেল পরশ গায়ে লাগছিল ঠিকই। কিন্তু বেলা বাড়ার সঙ্গেই ঠাণ্ডা উধাও। ডিসেম্বরের মাঝামাঝিতে এসেও শীতের তীব্রতা দেখা যাচ্ছিল না। তবে শনিবারের পর থেকে চিত্রটা বদলেছে।
আরও পড়ুন: সুন্দরবনের বাঘ-হাতি সংরক্ষণ নিয়ে বৈঠকে ভূপেন্দ্র যাদব, কিসে জোর দিলেন?
কুয়াশার চাদরে কেটেছে দিনভর। দুপুরের দিকে খানিক রোদ্রের মুখ দেখা গেছিল। তবে সন্ধে নামতেই জাঁকিয়ে পড়েছে শীত। এক লাফে অনেকটাই কমেছে তাপমাত্রা। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.২ ডিগ্রি কম। সপ্তাহের শুরুর দিন সোমবারে সকালের দিকে শহরের পারদ নেমেছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। উত্তরের পার্বত্য অঞ্চল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলা থেকেছে কুয়াশায়।
আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী দু’দিন রাজ্যের (West Bengal Weather Forecast) সর্বত্র ঘন কুয়াশা বিরাজ করবে। সকালের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে। যে কারণে যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা পালনের পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশা কমলেই বাড়বে তাপমাত্রা। তবে আগামী দু’দিনে তাপমাত্রায় বিরাট কোন পরিবর্তন দেখা যাবে না। নতুন বছরের শুরুতে শীতের তীব্রতা আরও বাড়বে। সব মিলিয়ে, শীতপ্রেমীরা জাঁকালো ঠাণ্ডার মধ্যেই বড়দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
