BSNL

রাত পোহালেই শহর থেকে গ্রাম বড়দিনের উৎসবে মেতে উঠবে। আর সেই আমেজকে জোরাল করতে মাঠে নেমেছে দেশের সরকারি টেলিকম সংস্ছা বিএসএমএল (BSNL)। গ্রাহকদের জন্য উপহারের ডালি সাজিয়ে হাজির হয়েছে। ক্রমাগত মাশুল বেড়ে যাওয়ার মুহুর্তেও একের পর এক সাশ্রয়ী প্ল্যান নিয়ে আসছে তারা। এবারে বিএসএনএল তাদের জনপ্রিয় রিচার্জ প্ল্যানে বড় ধরণের পরিবর্তন এনেছে। পাশাপাশি এতে অতিরিক্ত সুবিধা যুক্ত করা হয়েছে। সংস্থার ২৫১ টাকার রিচার্জ প্ল্যানে এখন আগের চেয়েও বেশি ডেটা ও দীর্ঘ মেয়াদী বৈধতা মিলছে।

BSNL-এর ‘লার্নার্স প্ল্যান’ এখন ‘কার্নিভাল প্ল্যান’

বিএসএনএল-এর এই জনপ্রিয় ২৫১ টাকার প্ল্যানটি আগে মূলত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ‘লার্নার্স প্ল্যান’ (Learners Plan) নামে বাজারে আনা হয়েছিল। তবে উৎসবের মরশুমে সংস্থা এই প্ল্যানটির নাম বদলে রেখেছে ‘বিএসএনএল কার্নিভাল প্ল্যান’ (BSNL Carnival Plan)। শুধু নামে পরিবর্তনই নয়, গ্রাহকদের আকৃষ্ট করতে এই প্ল্যানের মেয়াদেও আনা হয়েছে বড় বদল। আগে প্ল্যানটির মেয়াদ ছিল ২৮ দিন, কিন্তু কার্নিভাল অফারে গ্রাহকরা এখন পুরো ৩০ দিনের বৈধতা পাচ্ছেন।

যে সকল ব্যক্তি ইন্টারনেট ব্যবহারের জন্য বেশি ডেটা চান, তাঁদের জন্য এই কার্নিভাল প্ল্যানটি হতে পারে সেরা বিকল্প। এই রিচার্জে গ্রাহকরা মোট ১০০ জিবি হাই-স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান। বর্তমান সময়ে যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি খুব সামান্য ডেটার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে, সেখানে বিএসএনএল-এর ১০০ জিবি ডেটার অফার সত্যিই অভাবনীয়।

ডেটার সঙ্গেই আরও অন্যান্য সুবিধা

ডেটার পাশাপাশি এই প্ল্যানে থাকছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। অর্থাৎ ৩০ দিন ধরে গ্রাহকরা বিনামূল্যে যত খুশি কথা বলতে পারবেন। এছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগও থাকছে এই প্যাকেজে। ফলে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলিও এখানে সম্পূর্ণ মিলবে।

আরও পড়ুন: বড়দিনেও শীতের দাপট অব্যাহত! জানুন আবহাওয়া আপডেট

সাশ্রয়ের দিক থেকে বিচার করলে বিএসএনএল-এর এই কার্নিভাল অফারটি সাধারণ মানুষের পকেটে বড়সড় স্বস্তি দেবে। হিসাবে করবে দেখা যায়, ৩০ দিনে ২৫১ টাকার এই প্ল্যানটিতে দিন প্রতি খরচ মাত্র ৮.৩৬ টাকা। এই দুর্মূল্যের বাজারেও প্রতিদিন মাত্র ৯ টাকার কম খরচে ১০০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া সত্যিই একটি দুর্দান্ত অফার হিসেবে বিবেচিত হচ্ছে।

জেনে রাখুন, শুধু কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েই ক্ষান্ত থাকেনি বিএসএনএল। গ্রাহকদের বিনোদনের কথা মাথায় রেখে এই প্ল্যানের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ‘BiTV’ সাবস্ক্রিপশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনেই বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

বিএসএনএল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে যে, এই বিশেষ কার্নিভাল অফারটি সীমিত সময়ের জন্য আনা হয়েছে। অফারটি কার্যকর হয়েছে আজ অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে এবং এটি বৈধ থাকবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অর্থাৎ যারা নতুন বছরের শুরুতেই একটি সাশ্রয়ী এবং কার্যকর রিচার্জের সন্ধান করছেন, তাঁদের হাতে যথেষ্ট সময় রয়েছে অফার গ্রহণ করার।

কীভাবে এই অফার নেবেন ভাবছেন?

বিএসএনএল-এর এই দুর্দান্ত কার্নিভাল অফারটি উপভোগ করা অত্যন্ত সহজ। গ্রাহকরা বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট, ‘My BSNL’ মোবাইল অ্যাপ অথবা নিকটবর্তী যেকোনো রিটেইল স্টোর বা বিএসএনএল অফিস থেকে এই ২৫১ টাকার রিচার্জটি করতে পারেন। বিএসএনএল-এর এই পদক্ষেপ বেসরকারি সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় তাদের অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved