West Bengal Weather Update

বছরের শেষে বড়দিনের উৎসবের আমেজে মেতেছে আপামর বঙ্গবাসী (West Bengal Weather Update)। আর এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে বাংলায় জাঁকিয়ে শীতের আগমন। আজ অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঠান্ডার দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ আগে থেকেই কনকনে ঠান্ডায় কাঁপছিল। এবার দক্ষিণবঙ্গের পালা। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় উত্তুরে হাওয়ার পথ এখন সুগম হয়েছে। ফলে হাড়কাঁপানো ঠান্ডায় কাবু হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী।

দক্ষিণবঙ্গে শীতের নতুন ইনিংস: পারদ নামছে কলকাতায়

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছেল, তার প্রভাব কেটে গিয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছে। আজ থেকেই দক্ষিণবঙ্গের বাসিন্দারা শীতের প্রকৃত রূপ অনুভব করতে পারবেন। এমনকি আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলেই পূর্বাভাস।

আরও পড়ুন: BSNL-এর বর্ষবরণ অফার! মাত্র ২৫১ টাকায় ১০০ জিবি ডেটা ও ৩০ দিনের বৈধতা

কলকাতার ক্ষেত্রে পূর্বাভাস বার্তায় বলা হয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। আজ বড়দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে ভরপুর। সেখানে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

জেলাগুলির পরিস্থিতি (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট থাকবে সবচেয়ে বেশি। বিশেষ করে পুরুলিয়াতে পারদ নামতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। ঠান্ডার সঙ্গেই দোসর হিসেবে থাকবে ঘন কুয়াশা। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রার পতন আগামী ২৭ ডিসেম্বর, শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর রবিবার থেকে ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু পর্যন্ত তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে।

উত্তরবঙ্গে পর্যটকদের ভিড়

উত্তরবঙ্গের অনেক আগে থেকেই জাঁকালো শীত টের পাচ্ছেন মানুষ। হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে উত্তুরে হাওয়ার দাপটে মানুষজন কার্যত ঘরবন্দী দশা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

দার্জিলিং এবং কালিম্পং সহ পাহাড়ি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা – কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। এতে সড়ক ও রেলপথে দৃশ্যমানতা কমতে পারে। তাই যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত! মেধাতালিকায় প্রথম কোন জেলা?

সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এখন আবহাওয়া (West Bengal Weather Update) মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তুরে হাওয়ার গতিবেগ বাড়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। বড়দিন থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। যারা বড়দিন বা ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বরফের জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটিই আদর্শ সময়। তবে সঙ্গে অবশ্যই পর্যাপ্ত গরম কাপড় রাখা বাঞ্ছনীয়। তবে বড়দিনের এই কনকনে ঠান্ডা শীতপ্রেমীদের মধ্যে খুশির মেজাজ আনলেও, ফুটপাতবাসী ও দুঃস্থ মানুষদের জন্য এটি খুবই কষ্টদায়ক সময়। প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ চিত্রটা বদলে দিতে পারে।

© 2026 IndiasPress | All Rights Reserved