আপনি একজন প্যান কার্ড (PAN Card) হোল্ডাার? তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন শুনবেন? কারণ আয়কর দপ্তর সম্প্রতি সমস্ত প্যান কার্ড হোল্ডারদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে। যদি এখনও আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক না করে থাকেন, তবে এটিই আপনার জন্য শেষ সুযোগ। আধার-প্যান লিঙ্ক (PAN-Aadhaar Link) করার চূড়ান্ত সময়সীমা হচ্ছে ৩১ ডিসেম্বর, ২০২৫।
এই নির্দিষ্ট তারিখের মধ্যে লিঙ্ক না করলে আপনার প্যান কার্ডটি ‘অকেজো’ হয়ে যাবে। এর ফলে আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর রিটার্ন, সব ক্ষেত্রেই আপনি বড় সমস্যায় পড়তে পারেন। নিচে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং লিঙ্ক করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।
লিঙ্ক (PAN-Aadhaar Link) না করলে কী কী সমস্যা হতে পারে?
৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে লিঙ্ক না করলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এর ফলে আপনাকে বহুল সমস্যার সম্মুখীন করতে হতে পারে। যেমন –
- ট্যাক্স রিফান্ড বন্ধ: আপনার যদি কোনো আয়কর রিফান্ড (Tax Refund) পাওয়ার থাকে, তবে কার্ড লিঙ্ক না হওয়া পর্যন্ত সেই টাকা মিলবে না।
- সুদ পাবেন না: রিফান্ডের টাকার ওপর যে সুদ পাওয়া যায়, প্যান কার্ড অকেজো থাকলে সেই সুদের সুবিধা থেকেও আপনি বঞ্চিত হবেন।
- বেশি হারে টিডিএস: আপনার আয়ের ওপর উৎসস্থলে কর কর্তন বা TDS অনেক বেশি হারে কাটা হবে (প্রায় ২০% পর্যন্ত হতে পারে)।
- টিসিএস সমস্যা: ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স বা টিসিএস-এর ক্ষেত্রেও উচ্চ হারে কর দিতে হবে।
আর্থিক লেনদেনে বাধা: প্যান কার্ড অকেজো থাকলে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ক্রেডিট কার্ডের আবেদন বা বড় অঙ্কের টাকা জমা দেওয়ার মতো কাজগুলো আটকে যাবে।
জরিমানা এবং ছাড়ের নিয়ম
বর্তমানে প্যান-আধার লিঙ্ক করতে গেলে আয়কর দফতরকে ১,০০০ টাকা লেট ফি বা বিলম্ব ফি দিতে হচ্ছে। তবে একটি ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রয়েছে:
বিশেষ নিয়ম: যারা ১ অক্টোবর, ২০২৪-এর পরে আধারের এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড তৈরি করেছেন, তারা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোনো চার্জ ছাড়াই (বিনা মূল্যে) প্যান-আধার লিঙ্ক করতে পারবেন। তবে পুরনো কার্ড হোল্ডারদের ১,০০০ টাকা জরিমানা দিয়েই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: বড়দিনের শেষে বঙ্গে নামল পারদ, দেখুন আবহাওয়া আপডেট
কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন?
নিজে নিজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি এই কাজটি সেরে ফেলতে পারেন। পদ্ধতিটি নিচে দেওয়া হলো:
- ধাপ ১: প্রথমে আয়কর দফতরের অফিশিয়াল ই-ফাইলিং পোর্টালে (www.incometax.gov.in) যান।
- ধাপ ২: হোমপেজের বাঁদিকে থাকা ‘Quick Links’ সেকশনে যান এবং ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করুন।
- ধাপ ৩: এবার আপনার প্যান নম্বর এবং আধার নম্বর নির্দিষ্ট বক্সে লিখুন এবং ‘Validate’ বাটনে ক্লিক করুন।
- ধাপ ৪: যদি আপনার প্যান কার্ডটি আগে থেকেই লিঙ্ক করা থাকে, তবে স্ক্রিনে একটি মেসেজ আসবে। আর যদি লিঙ্ক না থাকে, তবে আপনাকে জরিমানা দেওয়ার পোর্টালে নিয়ে যাওয়া হবে।
- ধাপ ৫: জরিমানার টাকা জমা দেওয়ার পর (NSDL পোর্টালে), পুনরায় একই পদ্ধতিতে এসে আপনার নাম (আধারের তথ্য অনুযায়ী) এবং মোবাইল নম্বর লিখুন।
- ধাপ ৬: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ৬ সংখ্যার একটি ওটিপি (OTP) আসবে। সেটি বসিয়ে ভেরিফাই করুন।
- ধাপ ৭: সবশেষে ‘Link Aadhaar’ বাটনে ক্লিক করে আপনার রিকোয়েস্ট সাবমিট করুন।
মনে রাখবেন, লিঙ্ক (PAN-Aadhaar Link) করার আবেদন করার পর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ৪ থেকে ৫ কর্মদিবস সময় লাগে। তাই শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে আজই কাজটি সেরে ফেলুন।
