Deepti Sharma Sets World Record

শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলমান টি-টোয়েন্টি ম্যাচটি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। একদিকে ভারতীয় দলের দাপুটে বোলিং এবং অন্যদিকে অলরাউন্ডার দীপ্তি শর্মার (Deepti Sharma) বিশ্বরেকর্ড। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত এখন সিরিজ জয়ের দোরগোড়ায়। ভারতীয় বোলারদের বিধ্বংসী মেজাজে ২০ ওভারে মাত্র ১১২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। চলমান পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে।

ইতিহাসের পাতায় দীপ্তি শর্মা | Deepti Sharma

শুক্রবারের রাত ভারতীয় ক্রিকেটের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নেওয়ার পর এই ম্যাচে একাদশে ফিরেই বাজিমাত করেছেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। বল হাতে উইকেট নেওয়ার সাথে সাথেই তিনি মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে অস্ট্রেলিয়ার মেগান শুটের (Megan Schutt) পাশে জায়গা করে নিলেন। বর্তমানে দুজনেরই ঝুলিতে রয়েছে ১৫১টি করে উইকেট। পাওয়ার প্লে-র মধ্যেই শ্রীলঙ্কার টপ অর্ডারে ধস নামিয়ে দিয়ে তিনি নিজের জাত চিনিয়েছেন।

দীপ্তি শর্মার পাশাপাশি এই ম্যাচে নজর কেড়েছেন পেসার রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। সিরিজের প্রথম সুযোগ পেয়েই তিনি শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। যদিও ইনিংসের শুরুতে প্রথম ওভারে তিনি কিছুটা রান দিয়েছিলেন। কিন্তু পরে দারুণ পারফর্ম্যান্স দিয়ে তিনি ৪টি উইকেট দখল করেন। দীপ্তি এবং রেণুকার জোড়া আক্রমণে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কার প্রথম সারির তিন ব্যাটার সাজঘরে ফিরে যান। ভারতীয় স্পিন এবং পেস অ্যাটাক এখন জোড়া ফলার কাজ করছে।

আরও পড়ুন: বাজারে এল Xiaomi 17 Ultra, পেরিস্কোপ লেন্স DSLR-কে লজ্জা দেবে!

শ্রীলঙ্কা ইনিংসের হালহকিকত

টসে জিতে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। সিরিজের প্রথম দুটি ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় বোলাররা শ্রীলঙ্কার ব্যাটারদের হাত খুলে খেলতে দেননি। চ্যামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তুলতে সক্ষম হয়। ভারতীয় ফিল্ডারদের চটপটে মনোভাব এবং বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথ শ্রীলঙ্কাকে শুরু থেকেই চাপে রেখেছিল।

ভারত ইতিমধ্যেই এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত প্রথম দুটি ম্যাচেই ভারত খুব সহজেই রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথম ম্যাচে জেমিমা রডরিগস এবং দ্বিতীয় ম্যাচে শেফালি বর্মা দুজনেই অপরাজিত ৬৯ রান করে জয়ের নায়ক হয়েছিলেন। বর্তমান ব্যাটিং ফর্ম এবং বোলারদের ধার দেখে মনে হচ্ছে, ১১২ রানের এই লক্ষ্য তাড়া করা ভারতের জন্য খুব একটা কঠিন হবে না।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved