জয়সলমীরের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী তানোত এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২’-এর (Border 2) অন্যতম আকর্ষণীয় গান ‘ঘর কব আওগে’। গতকাল অর্থাৎ শুক্রবার বিএসএফ জওয়ানদের উপস্থিতিতে এই গানটি লঞ্চ করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসাবে ছিলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যিনি প্রায় তিন দশক আগে ‘বর্ডার’ সিনেমার কালজয়ী গান ‘সন্দেশে আতে হ্যায়’ গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সীমান্তে দাঁড়িয়ে নিজের সেই ফেলে আসা দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পী।
মুক্তি পেল ‘ঘর কব আওগে’ | Border 2
সোনু নিগম জানান যে, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ সিনেমার গানগুলি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১৯৯৫ সালে যখন তিনি ‘সন্দেশে আতে হ্যায়’ রেকর্ড করেছিলেন, তখন তিনি একজন নবাগত হিসেবে কাজ করতেন। কিন্তু এই একটি গানই তাঁকে সংগীতাঙ্গনে একজন ‘নামজাদা গায়ক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাঁর মতে, বর্ডার সিনেমার পুরো টিম তাঁর কাছে অত্যন্ত শুভ এবং তাঁদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। দীর্ঘ ৩০ বছর পরও সেই একই আবেগের পুনরাবৃত্তি হতে দেখে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
আরও পড়ুন: ৫ জানুয়ারি আত্মপ্রকাশ করছে Mahindra XUV 7XO, তার আগেই দিল ধরা
জয়সলমীরের তানোত মাতা মন্দিরের কাছে আয়োজিত এই অনুষ্ঠানে বাজি পুড়িয়ে এবং রাজস্থানি লোকগীতি ‘কেসরিয়া বালম’-এর সুরে দেশপ্রেমের এক অনন্য পরিবেশ তৈরি করা হয়। অনুষ্ঠানে সানি দেউল, বরুণ ধাওয়ান এবং সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। জওয়ানদের সামনে ‘ঘর কব আওগে’ গানটির নতুন সংস্করণটি যখন পরিবেশিত হয়, তখন সেখানে উপস্থিত সবার চোখেই আবেগ ফুটে ওঠে। গানটির মূল সুরকার অনু মালিক হলেও এবারের সংস্করণটি নতুন করে সাজিয়েছেন অন্যতম জনপ্রিয় সুরকার মিথুন। জাভেদ আখতারের মূল কথার সঙ্গে নতুন শব্দ জুড়ে দিয়েছেন মনোজ মুন্তাশির শুক্লা। গানটিতে সোনু নিগমের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, দলজিৎ দোসাঞ্জ, রূপকুমার রাঠোর এবং বিশাল মিশ্র’র মতো জনপ্রিয় শিল্পীরা।
View this post on Instagram
অনুষ্ঠানের পর সোনু নিগম সমাজমাধ্যমে সেনাদের উৎসর্গ করে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। তিনি লেখেন যে, কিছু গান কেবল সুর নয়, বরং দেশের আত্মার সঙ্গে মিশে থাকে। বর্ডার ২-এর (Border 2) এই গানের অংশ হতে পেরে তাঁর মনে হচ্ছে যেন তিনি নিজের বাড়িতেই ফিরে এসেছেন। দেশের বীর সেনা এবং তাঁদের অপেক্ষায় থাকা পরিবারের জন্য এই গানটি তৈরি করা হয়েছে। অনুরাগ সিং পরিচালিত এই সিনেমায় সানি দেওল এবং বরুণ ধাওয়ান ছাড়াও অভিনয় করেছেন আহান শেট্টি, দিলজিৎ দোসাঞ্জ ও মোনা সিং। আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
