পশ্চিমবঙ্গের আবহাওয়ায় (West Bengal Weather Forecast) ফের একবার চমক দেখাতে শুরু করতে চলেছে। গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় যে সাময়িক ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, তার অবসান ঘটতে চলেছে চলতি সপ্তাহের শেষেই। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। অর্থাৎ ঠান্ডা আরও একবার কামড় বসাবে। যদিও আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রায় খুব বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী তিন দিনে আবহাওয়া আরও শীতল হয়ে উঠবে বলেই পূর্বাভাস। হিসাব অনুযায়ী, রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে মাঘের শুরুতে শীতের একটি নতুন ঝোড়ো ইনিংস দেখবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গবাসী।
উত্তরবঙ্গের আবহাওয়া | West Bengal Weather Forecast
উত্তরবঙ্গের চিত্রটি কিন্তু কিছুটা আলাদা। পাহাড়ি জেলাগুলিতে শীতের দাপট আজ থেকেই বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অন্তত ২ ডিগ্রির মতো কমে যাবে। তবে এর পরবর্তী কয়েক দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের জন্য সবথেকে বড় খবর হল দার্জিলিঙের আবহাওয়া। রবিবারের মধ্যে পাহাড়ে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যারা নতুন বছরে বরফ দেখার আশায় পাহাড়ে রয়েছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত খুশির খবর। তবে দার্জিলিং বাদে উত্তরবঙ্গের বাকি সাত জেলা যেমন জলপাইগুড়ি, কালিম্পং বা আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
আরও পড়ুন: Bajaj Pulsar-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ ছাড়ের ঘোষণা সংস্থার
দক্ষিণে বাড়বে শীত
দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বলতে গেলে, আগামী এক সপ্তাহ অর্থাৎ শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম বা পুরুলিয়া – সব জেলাতেই আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকবে। তবে ঠান্ডার পাশাপাশি কুয়াশা এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় কুয়াশার দাপট জারি থাকবে বলে হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে। বিশেষ করে রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। সোমবারও বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে ঘন কুয়াশার ঘনঘটা বজায় থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে রবিবার মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারের কিছু অংশে ঘন কুয়াশা থাকার কারণে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। সোমবার ও মঙ্গলবারও দার্জিলিং ও কোচবিহারের মতো জেলায় ভোরে কুয়াশার দাপট দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে। সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যবাসীকে একদিকে যেমন কনকনে ঠান্ডার মোকাবিলা করতে হবে, অন্যদিকে কুয়াশাচ্ছন্ন ভোরে (West Bengal Weather Forecast) যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। জানুয়ারিতে শীতের দ্বিতীয় কামড় যে শীতপ্রেমীদের জন্য আনন্দদায়ক হতে চলেছে, তা বলাই বাহুল্য।
