Cibi Chakravarthy in film with Rajinikanth

তামিল সিনেমার ইতিহাসে এক বিরল ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে দর্শক। দক্ষিণী সিনেমার দুই মহারথী – রজনীকান্ত এবং কমল হাসান দীর্ঘ সময় পর একটি প্রজেক্টে একে অপরের পরিপূরক হতে চলেছেন। কমল হাসানের প্রযোজনা সংস্থা ‘রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল’ (RKFI) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, রজনীকান্তের পরবর্তী ছবি ‘থালাইভার ১৭৩’ (Thalaivar 173) পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘ডন’ খ্যাত তরুণ পরিচালক সিবি চক্রবর্তী (Cibi Chakravarthy)। এই খবরের সত্যতা নিশ্চিত করতে সোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন পরিচালক স্বয়ং। মুহূর্তে ভাইরাল হওয়া এই বার্তা চলচ্চিত্র প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।

রূপকথার গল্পের চেয়ে কম নয়!

সিবি চক্রবর্তীর (Cibi Chakravarthy) এই যাত্রাপথটি কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়। তিনি নিজেই জানান, এটি তাঁর জন্য এক স্বপ্নপূরণের গল্প। এক সময় মফস্বল থেকে আসা এক সাধারণ কিশোরের সব থেকে বড় স্বপ্ন ছিল তাঁর প্রিয় ‘সুপারস্টার’-এর সাথে একটি ছবি তোলা। সিনেমার প্রতি সেই অগাধ ভালোবাসা তাঁকে একদিন বাস্তবেই রজনীকান্তের সামনে পৌঁছে দিয়েছিল। কিন্তু কেবল ছবি তোলাই তাঁর লক্ষ্য ছিল না। প্রিয় তারকাকে একদিন অ্যাকশন-কাট বলাই ছিল তাঁর মনের সুপ্ত বাসনা। সিবি বলেন, এর আগে একবার তিনি রজনীকান্তকে পরিচালনার সুযোগের খুব কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে তা হারিয়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি, বরং নিজেকে তৈরি করে গিয়েছেন আগামীর জন্য।

আরও পড়ুন: জন নায়গন কি ‘ভগবন্ত কেশরী’-র রিমেক? জল্পনা উড়িয়ে কী বললেন পরিচালক

পরিচালক হিসেবে সিবির ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করার পর রজনীকান্তের একটি বিখ্যাত উক্তি মনে করিয়ে দিয়েছেন পরিচালক। তা হচ্ছে, “স্বপ্ন সত্যি হয় এবং অলৌকিক কিছু ঘটে।” সিবি বলেন, তিনি কোনোদিন কল্পনাতেও করতে পারেননি যে তাঁর ছবিতে সুপারস্টার রজনীকান্ত অভিনয় করবেন। একই সাথে কিংবদন্তি অভিনেতা কমল হাসান থাকবেন প্রযোজকের ভূমিকায়। রজনীকান্ত, কমল হাসান এবং আর মহেন্দ্রনের মতো ব্যক্তিত্বরা তাঁর ওপর যে গভীর আস্থা রেখেছেন সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই আস্থার মর্যাদা রক্ষায় তিনি নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কঠোর পরিশ্রম করবেন।

স্বপ্নপূরণ সিবির (Cibi Chakravarthy)

এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে সংগীত। সিবির প্রথম ছবি ‘ডন’-এর দুর্দান্ত সাফল্যের পর আবারও তিনি জুটি বাঁধছেন সেনসেশনাল সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে। তাঁর সাথে পুনরায় কাজ করার সুযোগ পেয়ে সিবি নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। রজনীকান্তের বিধ্বংসী উপস্থিতি আর অনিরুদ্ধর রক্তগরম করা আবহ সংগীত যে দর্শকদের প্রেক্ষাগৃহে বসিয়ে রাখবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা চলছে।

নেটিজেনদের মতে, সিবির (Cibi Chakravarthy) এই সাফল্য পরিশ্রমী ও স্বপ্ন দেখা তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা। যে ছেলেটি এক সময় রজনীকান্তের ফ্যান হিসেবে কেবল একটি ছবি তুলতে চেয়েছিলেন, আজ তিনিই সেই মেগাস্টারকে পরিচালনা করার জায়গায় পৌঁছে গিয়েছেন। কমল হাসানের প্রযোজনা আর রজনীকান্তের অভিনয় – এই দুই মহাশক্তির মিলনে সিবি চক্রবর্তী যে ভারতীয় সিনেমার আঙিনায় নতুন এক ধামাকা দিতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন কেবল অপেক্ষা বড় পর্দায় এই ‘অলৌকিক’ জুটির কাজ চাক্ষুস করার।

© 2026 IndiasPress | All Rights Reserved