আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভারতীয় স্মার্টফোন বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে রিয়েলমি। কোম্পানি তাদের বহুল প্রতীক্ষিত প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ ‘রিয়েলমি ১৬ প্রো’ (Realme 16 Pro) আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে। এই সিরিজে মূলত দুটি মডেল আত্মপ্রকাশ করবে – রিয়েলমি ১৬ প্রো ৫জি এবং রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি। নজরকাড়া নকশা এবং শক্তিশালী ফিচারের সমন্বয়ে তৈরি এই ফোন। এগুলি লঞ্চ হওয়া মাত্রই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং রিয়েলমির নিজস্ব অনলাইন স্টোরে সাধারণ গ্রাহকদের জন্য সহজলভ্য হবে।
Realme 16 Pro সিরিজের কালার অপশন ও ডিসপ্লে
উক্ত সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশেষ ‘আরবান ওয়াইল্ড’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যা প্রখ্যাত জাপানি ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সঙ্গে যৌথভাবে উদ্ভাবন করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ডিভাইসগুলি মাস্টার গোল্ড এবং মাস্টার গ্রে রঙ ছাড়াও ভারতের গ্রাহকদের জন্য ক্যামেলিয়া পিঙ্ক এবং অর্কিড পার্পল কালারে উপলব্ধ হবে। টেকসই করতে ফোনগুলিতে অ্যারোস্পেস-গ্রেড ফ্রেম ব্যবহার করা হয়েছে। কেবল মজবুত গঠনই নয়, ধুলো ও জল থেকে সর্বোচ্চ সুরক্ষার জন্য রয়েছে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং। প্রিমিয়াম সেগমেন্টের ফোনে যা সচরাচর দেখা যায় না।
ডিসপ্লের ক্ষেত্রেও রিয়েলমি কোনো আপস করেনি। রিয়েলমি ১৬ প্রো ৫জি (Realme 16 Pro) মডেলে থাকছে ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা বা পিক ব্রাইটনেস ৬৫০০ নিট পর্যন্ত হতে পারে। অন্যদিকে, প্রো প্লাস ভেরিয়েন্টটিতে পাওয়া যাবে অত্যন্ত সরু বর্ডার বা বেজেল এবং ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। যা গেম খেলা বা সিনেমা দেখার অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এই মডেলে আবার নেটফ্লিক্স এইচডিআর প্লেব্যাক এবং ২,৫০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটের মতো অত্যাধুনিক সুবিধাও থাকছে।
আরও পড়ুন: দাম বাড়ছে না নতুন ফ্ল্যাগশিপ ফোনের, ফাঁস লঞ্চের তারিখ ও ফিচার
স্মার্টফোনটির পারফরম্যান্স বৃদ্ধির জন্য প্রো প্লাস মডেলে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি, এই প্রসেসরটি বেঞ্চমার্কিং সাইটে প্রায় ১.৪৪ মিলিয়ন স্কোর অর্জন করেছে। অন্য মডেলে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০-ম্যাক্স প্রসেসর। ফোনটিকে ঠান্ডা রাখতে যা এয়ার-ফ্লো ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে আসবে। তবে সবচাইতে বড় চমক হচ্ছে এর বিশাল ৭০০০mAh ক্ষমতার ‘টাইটান’ ব্যাটারি। দীর্ঘ সময় চার্জ ধরে রাখার ক্ষেত্রে যার জুড়ি মেলা ভার। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০ সফটওয়্যারের সঙ্গে কোম্পানিটি তিন বছরের প্রধান আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
ক্যামেরা ও সম্ভাব্য দাম
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই সিরিজে থাকছে ‘লুমাকালার’ প্রযুক্তির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রধান সেন্সরটি ২০০ মেগাপিক্সেল ক্ষমতার। প্রো প্লাস মডেলে অতিরিক্ত হিসাবে থাকছে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এর সাহায্যে ১০এক্স পর্যন্ত জুম করা সম্ভব। দুটি ফোনই ৪কে ভিডিও রেকর্ডিং সমর্থন করে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যা বাড়তি পাওনা।
দামের ক্ষেত্রে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। সেই অনুযায়ী, রিয়েলমি ১৬ প্রো ৫জি-র (Realme 16 Pro) ৮/১২৮ জিবি মডেলের দাম শুরু হতে পারে ৩১,৯৯৯ টাকা থেকে। আবার এর ১২/২৫৬ জিবি মডেলের দাম ৩৬,৯৯৯ টাকা পর্যন্ত যেতে পারে। অন্যদিকে, রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি-র বেস ভেরিয়েন্টের মূল্য ৩৯,৯৯৯ টাকা এবং টপ মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত দাম আগামীকাল লঞ্চ ইভেন্টেই জানা যাবে। নতুন বছরের শুরুতে রিয়েলমির এই শক্তিশালী স্মার্টফোন সিরিজ যে প্রতিযোগীদের কড়া টক্কর দেবে, তা বলাই বাহুল্য।
