ভারতের বৈদ্যুতিক দু’চাকা যানবাহনের বাজারে নতুন মাইলফলক তৈরি করল বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানি সিম্পল এনার্জি (Simple Energy)। এবারে কোম্পানি তাদের জনপ্রিয় স্কুটারের দ্বিতীয় প্রজন্মের মডেল Simple One Gen 2 লঞ্চ করেছে। পাশাপাশি সম্পূর্ণ নতুন একটি মডেলের উপর থেকেও পর্দা সরিয়েছে। নাম – Simple Ultra। ১.৩৯ লক্ষ টাকার (এক্স-শোরুম) আকর্ষণীয় প্রারম্ভিক মূল্যে লঞ্চ হওয়া এই জেন-২ স্কুটারগুলি যেমন আধুনিক ফিচারে ঠাসা, তেমনই নতুন ‘আল্ট্রা’ মডেলটি এর অবিশ্বাস্য রেঞ্জের কারণে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
Simple Ultra: রেঞ্জ
নতুন উন্মোচিত Simple Ultra মডেলটি মূলত সেইসব চালকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা দীর্ঘ পথ অতিক্রম করার জন্য একটি শক্তিশালী ইলেকট্রিক স্কুটার খুঁজছেন। এতে রয়েছে একটি বিশাল ৬.৫ কিলোওয়াট-আওয়ার (kWh) ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি, এটি এক চার্জে ৪০০ কিলোমিটার (IDC) পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। বর্তমানে ভারতের বাজারে যা যেকোনো ইলেকট্রিক স্কুটারের মধ্যে সর্বোচ্চ। শুধু রেঞ্জ নয়, গতির দিক থেকেও এটি অপ্রতিদ্বন্দ্বী। মাত্র ২.৭৭ সেকেন্ডে এই স্কুটারটি ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম।
Simple One Gen 2: নতুন রূপ ও উন্নত প্রযুক্তি
কোম্পানি তাদের পুরনো ‘ওয়ান’ মডেলটিকে জেন-২ সংস্করণে আরও ধারালো এবং স্পোর্টি লুকে সাজিয়েছে। এতে নতুন গ্রাফিক্স এবং সনিক রেড, অ্যারো এক্স ও অ্যাসফল্ট এক্স-এর মতো আকর্ষণীয় রঙের বিকল্প দেওয়া হয়েছে। কেবল বাইরের সজ্জা নয়, স্কুটারের চেসিসে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন চেসিসের কারণে স্কুটারটি আগের চেয়ে ২২ শতাংশ বেশি মজবুত হয়েছে, যা উচ্চ গতিতেও চালককে বাড়তি ভারসাম্য এবং আত্মবিশ্বাস জোগাবে। এছাড়া সিটের উচ্চতা ১৬ মিমি কমিয়ে ৭৮০ মিমি করা হয়েছে, যাতে চালকের জন্য বসার ভঙ্গি আরও আরামদায়ক হয়।
আরও পড়ুন: ভারতে নতুন ভার্সনে লঞ্চ হল Mahindra XUV 7XO, জানুন বিশদ ফিচার ও দাম
ভ্যারিয়েন্ট এবং পারফরম্যান্স
Simple One Gen 2 মূলত তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে:
- Simple OneS: এটি এন্ট্রি-লেভেল মডেল যেখানে ৩.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি রয়েছে। এর রেঞ্জ ১৯০ কিমি এবং সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা।
- মধ্যম ভ্যারিয়েন্ট: ৪.৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি সমৃদ্ধ এই মডেলটি ২৩৬ কিমি রেঞ্জ প্রদান করে।
- টপ ভ্যারিয়েন্ট: ৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি সহ এই ফ্ল্যাগশিপ মডেলটি ২৬৫ কিমি রেঞ্জ দিতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৫ কিমি এবং এটি মাত্র ২.৫৫ সেকেন্ডে ০-৪০ কিমি গতি তুলতে পারে।
স্মার্ট ফিচার ও লাইফটাইম ওয়ারেন্টি
প্রযুক্তির দিক থেকে জেন-২ স্কুটারগুলি অনেক এগিয়ে। এতে রয়েছে ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং নতুন ‘সিম্পল ওএস’ (Simple OS)। নিরাপত্তার জন্য এতে (Simple One Gen 2) দেওয়া হয়েছে ‘ড্রপ সেফ’ (স্কুটার পড়ে গেলে পাওয়ার কাট হওয়া) এবং ‘সুপার হোল্ড’ (পাহাড়ি রাস্তায় পেছনে গড়িয়ে যাওয়া রোধ করা)-এর মতো উন্নত ফিচার। এছাড়া ৩৫ লিটারের বিশাল আন্ডার-সিট স্টোরেজ একে প্রাত্যহিক ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী করে তুলেছে। সবথেকে বড় চমক হলো, সিম্পল এনার্জি তাদের ব্যাটারি এবং মোটরের ওপর আজীবন ওয়ারেন্টি (Lifetime Warranty) দেওয়ার ঘোষণা করেছে, যা গ্রাহকদের মনে দীর্ঘমেয়াদী আস্থার সৃষ্টি করবে।
