Redmi Note 15 5G Launched

ভারতের স্মার্টফোন প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে এল শাওমি-র জনপ্রিয় নোট সিরিজের নতুন ফোন – Redmi Note 15 5G। কোম্পানি এই ফোনটিকে ‘১০৮ মাস্টারপিক্সেল এডিশন’ হিসেবে অভিহিত করছে। মূলত ডিভাইসটির শক্তিশালী ক্যামেরার ওপর আলোকপাত করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে লঞ্চ হওয়া রেডমি নোট ১৪-এর উত্তরসূরি হিসেবে আসা এই নতুন হ্যান্ডসেটটি আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি দ্রুত মাল্টিটাস্কিং পারফরম্যান্স দিতে সক্ষম বলে দাবি করেছে সংস্থা। আধুনিক ডিজাইন এবং শক্তিশালী ফিচারের সমন্বয়ে এটি বর্তমান মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে কঠিন প্রতিযোগিতা তৈরি করবে বলেই আশাবাদী সংস্থা।

Redmi Note 15 5G: দাম এবং আকর্ষণীয় অফার

ভারতে রেডমি নোট ১৫ ৫জি (Redmi Note 15 5G) অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ-সহ বেস ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে, যাদের বেশি স্টোরেজ প্রয়োজন তাদের জন্য ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটির দাম নির্ধারণ করা হয়েছে ২১,৯৯৯ টাকা। তবে এই দামের মধ্যে ৩,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে। অ্যাক্সিস, আইসিআইসিআই এবং এসবিআই কার্ড ব্যবহারকারীরা এই বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। শুধু তাই নয়, নতুন গ্রাহকদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকছে ২ মাসের ইউটিউব প্রিমিয়াম, ৩ মাসের স্পটিফাই প্রিমিয়াম এবং ৬ মাসের গুগল ওয়ান সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে।

আরও পড়ুন: রিয়েলমির ধামাকা! রাত পোহালেই আসছে Realme 16 Pro সিরিজ

দুর্ধর্ষ ডিসপ্লে ও পারফরম্যান্স

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৭ ইঞ্চির একটি বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সুরক্ষার জন্য এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭-আই প্রটেকশন। পারফরম্যান্সের দিক থেকে ফোনটিকে শক্তিশালী করতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক শাওমির নতুন হাইপার-ওএস ২-এ চলবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, কোম্পানি এই ফোনে ৪ বছরের ওএস আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার-ওএস ৩-এর আপডেটও এই ফোনে মিলবে।

ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ কেমন?

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনের প্রধান আকর্ষণ হচ্ছে এর ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা। পেছনের ক্যামেরা দিয়ে ৪-কে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে ৫,৫২০mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এতে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা বর্তমান, যার মাধ্যমে অন্য ছোট ডিভাইস চার্জ করা সম্ভব।

ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এই ফোনে (Redmi Note 15 5G) আইপি৬৫ রেটিং দেওয়া হয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক সুবিধার পাশাপাশি এতে রয়েছে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার, যা গান শোনা বা মুভি দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করবে। মাত্র ৭.৩৫ মিমি পুরু এবং ১৭৮ গ্রাম ওজনের এই স্লিম ফোনটি বর্তমান প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

© 2026 IndiasPress | All Rights Reserved