স্মার্টফোন প্রেমীদের জন্য বছরের শুরুতেই বড় চমক নিয়ে এল চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা পোকো। বৃহস্পতিবার ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল তাদের লেটেস্ট ৫জি স্মার্টফোন Poco M8 5G। প্রিমিয়াম ডিজাইন আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই হ্যান্ডসেটটি মধ্যবিত্তের বাজেটে এক অনন্য অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। মূলত যারা স্টাইলিশ লুকের পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন, তাঁদের কথা মাথায় রেখেই ফোনটি বাজারে আনা হয়েছে। কার্বন ব্ল্যাক, গ্লেসিয়াল ব্লু এবং ফ্রস্ট সিলভার – এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বেছে নেওয়া যাবে। আগামী ১৩ জানুয়ারি থেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হবে।
Poco M8 5G: দাম ও আকর্ষণীয় লঞ্চ অফার
পোকো তাদের এই নতুন ফোনটিকে তিনটি ভিন্ন ভেরিয়েন্টে নিয়ে এসেছে। বেস ভেরিয়েন্ট অর্থাৎ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে। যারা একটু বেশি মেমোরি চান, তাঁদের জন্য ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে, এই সিরিজের টপ মডেল অর্থাৎ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটির জন্য খরচ করতে হবে ২১,৯৯৯ টাকা। তবে বিশেষ অফার থাকছে ক্রেতাদের জন্য। আইসিআইসিআই, এইচডিএফসি এবং এসবিআই কার্ড ব্যবহারকারীরা ফোনটি কেনার সময় সরাসরি ২,০০০ টাকার ইন্সট্যান্ট ছাড় পাবেন। এছাড়া বিক্রির প্রথম ১২ ঘণ্টার মধ্যে যারা ফোনটি অর্ডার করবেন, তাদের জন্য আরও অতিরিক্ত ১,০০০ টাকার বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে।

Poco M8 5G ফোনটির সবথেকে বড় আকর্ষণ হল এর ৬.৭৭ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এতে ৩,২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে। প্রখর রোদেও যা স্ক্রিনে যাবতীয় তথ্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সহায়তা করবে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬৮.৭ বিলিয়ন কালার সাপোর্ট মুভি দেখা বা গেম খেলার অভিজ্ঞতাকে মসৃণ করে তুলবে। সুরক্ষার দিক থেকেও ফোনটি বেশ মজবুত। এতে আইপি৬৫ এবং আইপি৬৬ রেটিং দেওয়া হয়েছে। ফলে এটি ধুলোবালি এবং জলের ঝাপটা থেকে নিরাপদ থাকবে। বিশেষ ‘ওয়েট টাচ ২.০’ ফিচারের সুবাদে ব্যবহারকারীরা ভেজা আঙুল দিয়েও ফোনটি অনায়াসে চালাতে পারবেন।
আরও পড়ুন: রিভার্স চার্জিং ও ১০৮MP ক্যামেরা সহ বাজার তোলপাড় করতে এল Redmi Note 15 5G
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৪ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ অক্টাকোর প্রসেসর। কোম্পানির দাবি, ফোনটি আনতুতু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৮,২৫,০০০-এর বেশি স্কোর অর্জন করেছে। যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য চমৎকার। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক শাওমির লেটেস্ট হাইপার-ওএস ২.০ সিস্টেমে চলবে। ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী সুরক্ষার কথা ভেবে কোম্পানি ৪ বছরের ওএস আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের গ্যারান্টি দিয়েছে।
ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি
ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআ। মেইন সেন্সরটি ৫০ মেগাপিক্সেল। এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেল লাইট ফিউশন সেন্সর যুক্ত করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোন দিয়ে ৪-কে রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা সম্ভব। সুরক্ষার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য রয়েছে ৫,৫২০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এতে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা বর্তমান। যার মাধ্যমে আপনি অন্য ছোট গ্যাজেটও চার্জ করতে পারবেন। সব মিলিয়ে আধুনিক সব ফিচারে ঠাসা এই ফোন (Poco M8 5G) বাজারে কড়া প্রতিযোগিতার সৃষ্টি করবে।
