The Raja Saab movie box office collection

সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ (The Raja Saab)। হরর-কমেডি ঘরানার এই ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। স্যাকনিল্ক ওয়েবসাইটের প্রাথমিক তথ্য অনুযায়ী, সব ভাষা মিলিয়ে ভারতে প্রথম দিনে ছবিটির সার্বিক আয় হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। তবে এই ছবির জয়যাত্রা শুরু হয়েছিল বৃহস্পতিবারের পেইড প্রিভিউ থেকেই। যা থেকে এসেছিল ৯.১৫ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম দিনের শেষে ‘দ্য রাজা সাব’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪.১৫ কোটি টাকা। বড় বাজেটের এই ছবিটির এমন বিধ্বংসী ওপেনিং আবারও প্রমাণ করল যে প্রভাসের প্রতি আজও দর্শকদের উচ্ছ্বাস সেই একইরকম রয়েছে।

একদিনের আয় তাজ্জব করল | The Raja Saab

ভাষাভিত্তিক সংগ্রহের দিকে তাকালে দেখা যায়, তেলুগু রাজ্যগুলিতে ছবিটির প্রভাব ছিল সবথেকে বেশি। সেখানে প্রথম দিনে দর্শকদের গড় উপস্থিতি ছিল ৫৭.১৬ শতাংশ। লক্ষ্য করার মতো বিষয়, সময় যত গড়িয়েছে, দর্শকদের ভিড় তত বেড়েছে। সকালের শো-তে উপস্থিতির হার ৫০.৯২ শতাংশ থাকলেও রাতের শো-তে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৬৯.২০ শতাংশে। হিন্দি সংস্করণে ছবিটির (The Raja Saab) ফল কিছুটা ধীরগতিতে শুরু হয়েছে। সেখানে গড় উপস্থিতি ছিল ১৫.৬৩ শতাংশ। সকালের দিকে হিন্দিতে মাত্র ৭.৪৭ শতাংশ দর্শক থাকলেও রাতের দিকে তা বেড়ে ২১ শতাংশ ছাড়িয়ে যায়। অন্যদিকে তামিল ভাষায় প্রায় ২২.৬১ শতাংশ দর্শক প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন। এমনকি উন্নত প্রযুক্তির ডলবি সিনেমা সংস্করণেও তেলুগু দর্শকরা প্রায় ২৪.৯৩ শতাংশ আসন পূর্ণ করেছেন।

আরও পড়ুন: সপ্তাহের ছুটি কাটান OTT দিয়ে, সময় ভুলিয়ে দেবে De Pyaar De 2, Akhanda 2-এর মত ওয়েব সিরিজগুলি

পরিচালক মারুথি পরিচালিত এই ছবিতে প্রভাসের পাশাপাশি অভিনয় করেছেন একঝাঁক তারকা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন, নিধি আগরওয়াল, বোমান ইরানি, ঋদ্ধি কুমার এবং জারিনা ওয়াহাব। এক সর্বভারতীয় সংবাদসংস্থা তাদের পর্যালোচনায় জানিয়েছে, প্রভাসকে এই হালকা মেজাজের ও আমুদে চরিত্রে বেশ সাবলীল লেগেছে। তাঁর অনস্ক্রিন উপস্থিতি, টাইমিং এবং সহজাত আকর্ষণই ছবির প্রধান প্রাপ্তি। ভক্তরা প্রভাসকে তাঁর পুরনো মেজাজে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত। তবে পর্যালোচনায় এও বলা হয়েছে যে, ছবির গল্পের মাঝেমধ্যে বিরতি দিয়ে কেবল তারকার বিশেষ মুহূর্তগুলিকে হাইলাইট করার ফলে কাহিনীর গতি কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে কিছু অংশ প্রভাবশালী হওয়ার বদলে কিছুটা টেনে লম্বা করা হয়েছে বলে মনে হতে পারে।

সব মিলিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ‘দ্য রাজা সাব’ (The Raja Saab)। একদিকে যেমন প্রভাসের সোয়্যাগ এবং কমেডি দর্শকদের মজিয়ে রেখেছে, অন্যদিকে গল্পের গভীরতা নিয়ে কিছু প্রশ্ন উঠছে। এর আগে প্রভাসকে দেখা গিয়েছিল ‘কানাপ্পা’ ছবিতে একটি বিশেষ চরিত্রে। তবে পূর্ণাঙ্গ নায়ক হিসেবে ‘রাজা সাব’ তাঁর ক্যারিয়ারে বড় সাফল্য বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। সপ্তাহান্তের ছুটিতে ছবিটির আয় আরও বাড়বে বলে আশা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। বিশেষ করে পারিবারিক দর্শকরা যদি এই হরর-কমেডি মিভিটি দেখেন, তবে এটি বক্স অফিসে দীর্ঘ দৌড়ের ঘোড়া হয়ে উঠতে পারে।

© 2026 IndiasPress | All Rights Reserved