Honda Cars Discounts

জাপানি গাড়ি নির্মাতা সংস্থা হোন্ডা কারস ইন্ডিয়া বর্তমানে তাদের বেশ কিছু জনপ্রিয় মডেলে ডিসকাউন্ট (Honda Cars Discounts) ঘোষণা করেছে। ভারতীয় বাজারে বিক্রি বাড়াতেই তাদের এই মরিয়া চেষ্টা। যদিও সংস্থা আগেই জানিয়েছে যে ভারত তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে তাদের মূল লক্ষ্য এদেশে তৈরি গাড়ি বিদেশে রপ্তানি করা। রপ্তানির পাশাপাশি দেশীয় বাজারে গাড়ি বিক্রি বাড়িয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতেও আগ্রহী সংস্থা। তাই এই ডিসকাউন্ট অফারের এত ঘটা। সংস্থা তাদের ভারতীয় পোর্টফোলিওতে থাকা প্রায় প্রতিটি মডেলের ওপর ব্যাপক ছাড় ঘোষণা করেছে। জানুয়ারি মাস জুড়েই এই অফার বৈধ থাকবে। এই বিশেষ অফারের আওতায় হোন্ডা সিটি, সিটি হাইব্রিড, অ্যামেজ এবং এলিভেট গাড়ির ওপর বড় অঙ্কের টাকা সাশ্রয় করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

হোন্ডা দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট (Honda Cars Discounts)

Honda City

হোন্ডার জনপ্রিয় সেডান City-তে ১,৩৭,৭০০ টাকা পর্যন্ত বিশাল ছাড় দিচ্ছে। এই বিপুল পরিমাণ ডিসকাউন্ট Honda City-কে তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ফক্সওয়াগন ভার্চুস এবং হুন্ডাই ভার্নার তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ও সাশ্রয়ী করে তুলেছে। যারা পরিবেশবান্ধব প্রযুক্তির কথা মাথায় রেখে এই গাড়ির স্ট্রং হাইব্রিড সংস্করণ অর্থাৎ City e:HEV কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সরাসরি কোনো নগদ ছাড়ের ব্যবস্থা না থাকলেও একটি বিশেষ সুবিধা রাখা হয়েছে। এই হাইব্রিড মডেলটি কিনলে ক্রেতারা ৭ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যানের ওপর বিশেষ ডিসকাউন্ট পাবেন। যা দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই কমিয়ে দেবে।

Honda Amaze

হোন্ডার সবচেয়ে সাশ্রয়ী মডেল অর্থাৎ Amaze সেডানের ওপরও জানুয়ারি মাসে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। বর্তমানে বাজারে অ্যামেজের দ্বিতীয় ও তৃতীয় – উভয় প্রজন্মের মডেলই উপলব্ধ রয়েছে। তথ্য অনুযায়ী, যারা দ্বিতীয় প্রজন্মের হোন্ডা অ্যামেজ কিনবেন, তাঁরা ৬৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অন্যদিকে, যারা একেবারে নতুন ফিচারে ঠাসা তৃতীয় প্রজন্মের অ্যামেজ কিনতে আগ্রহী, তাঁদের জন্য ৫৭,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে। কমপ্যাক্ট সেডান বিভাগে অ্যামেজের জনপ্রিয়তা এবং এই ছাড়ের পরিমাণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য একটি দারুণ ডিল হতে পারে।

আরও পড়ুন: 2026 KTM Duke Range হাজির হল, প্রতিটি মডেলের আপডেট জেনে নিন

Honda Elevate

তবে চলতি মাসে হোন্ডার সবচাইতে বড় চমকটি রয়েছে তাদের একমাত্র এসইউভি মডেল ‘হোন্ডা এলিভেট’-এর ওপর। হোন্ডার পুরো লাইন-আপের মধ্যে এলিভেটেই সবথেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যার পরিমাণ প্রায় ১,৭৬,০০০ টাকা। এই বিশাল ছাড়ের ফলে এসইউভি প্রেমীদের কাছে এলিভেট এখন অনেক বেশি সুলভ হয়ে উঠেছে। জানুয়ারির এই অফারের মাধ্যমে হোন্ডা চেষ্টা করছে তাদের সেডান এবং এসইউভি উভয় ক্ষেত্রেই ক্রেতাদের আকর্ষণ করতে।

প্রসঙ্গত, ক্রেতাদের মনে রাখা উচিত যে, এই ছাড়ের পরিমাণ গাড়ির নির্দিষ্ট ভ্যারিয়েন্ট, শহর এবং ডিলারশিপে থাকা স্টকের প্রাপ্যতার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এছাড়াও নির্দিষ্ট কিছু কর্পোরেট ক্রেতাদের জন্য অতিরিক্ত কিছু সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। হোন্ডার এই সমস্ত আকর্ষণীয় অফার আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বৈধ থাকবে। সুতরাং, নতুন বছরের শুরুতে যারা একটি নির্ভরযোগ্য জাপানি গাড়ি নিজের গ্যারেজে আনতে চান, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত সময়।

© 2026 IndiasPress | All Rights Reserved