স্মার্টফোন প্রেমীদের জন্য নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে এল জনপ্রিয় প্রযুক্তি সংস্থা ওয়ানপ্লাস (OnePlus)। সংস্থা আনুষ্ঠানিকভাবে তাদের জানুয়ারি মাসের ‘ফ্রিডম সেল’-এর (OnePlus Freedom Sale 2026) ঘোষণা করেছে। যেখানে তাদের বিভিন্ন পণ্যের ওপর ব্যাপক ছাড়, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং নানান অফারের সুবিধা পাওয়া যাবে। আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে এই সেল শুরু হতে চলেছে। ক্রেতারা অনলাইন এবং অফলাইন – উভয় মাধ্যমেই এই আকর্ষণীয় অফারগুলির সুবিধা নিতে পারবেন। গত কয়েক মাসের মধ্যে যা অন্যতম সেরা সুযোগ হতে চলেছে।
ওয়ানপ্লাস ফ্রিডম সেল ২০২৬ | OnePlus Freedom Sale 2026
ওয়ানপ্লাসের এই ফ্রিডম সেলটি (OnePlus Freedom Sale 2026) বিভিন্ন রিটেইল প্ল্যাটফর্মে উপলব্ধ থাকবে। স্মার্টফোনগুলি অ্যামাজন (Amazon), ওয়ানপ্লাসের নিজস্ব ওয়েবসাইট (OnePlus.in), ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এবং রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা বা বিজয় সেলসের মতো বড় রিটেইল চেইনে পাওয়া যাবে। অন্যদিকে, ওয়ানপ্লাসের ট্যাবলেটগুলি ফ্লিপকার্টের মাধ্যমে এবং অডিও ডিভাইস অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং ব্লিংকিট-এর মতো প্ল্যাটফর্মে কেনা যাবে। এই ব্যাপক উপলব্ধতা নিশ্চিত করে যে ক্রেতারা তাঁদের পছন্দের কেনাকাটার মাধ্যম থেকেই এই অফারের সুবিধা পেয়ে যাবেন।
আরও পড়ুন: Amazon Great Republic Day Sale 2026: বিশাল ছাড়ে কিনুন iPhone 17 সিরিজ
এবারের সেলে সবচেয়ে নজরকাড়া ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ১৩ মডেলটিতে। ফোনটির আসল লঞ্চ প্রাইস ৬৯,৯৯৯ টাকা হলেও সেলে ৮,০০০ টাকা সরাসরি মূল্যহ্রাস এবং ৪,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এটি মাত্র ৫৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, এটি ওয়ানপ্লাসের শেষ ফ্ল্যাগশিপ ফোন যাতে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং রয়েছে এবং এতে আইকনিক অ্যালার্ট স্লাইডার ও মেটাল ফ্রেমের মতো জনপ্রিয় ফিচারগুলি বর্তমান। পাশাপাশি লেটেস্ট ওয়ানপ্লাস ১৫ সিরিজও এই সেলের অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ ওয়ানপ্লাস ১৫ মডেলটি ৭২,৯৯৯ টাকার পরিবর্তে ৬৮,৯৯৯ টাকা মূল্যে কেনা যাবে। এর সঙ্গে গ্রাহকরা উপহার হিসেবে এক জোড়া ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ পাবেন। এছাড়া এই ফোনে ছয় মাসের নো-কস্ট ইএমআই-এর সুবিধাও দেওয়া হচ্ছে।
ওয়ানপ্লাস ১৫-আর মডেলটির দাম ৪৭,৯৯৯ টাকা রাখা হলেও ২৬ জানুয়ারি পর্যন্ত ৩,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে এর কার্যকর মূল্য দাঁড়াবে ৪৪,৯৯৯ টাকা। তবে এই তারিখের পর কিনলে কার্যকর মূল্য ১,০০০ টাকা বেড়ে ৪৫,৯৯৯ টাকা হবে। গত বছরের ওয়ানপ্লাস ১৩-আর মডেলটির ওপরেও প্রায় ৭,০০০ টাকা পর্যন্ত মোট সাশ্রয় করার সুযোগ থাকছে।
ট্যাবলেট বিভাগের কথা বললে, প্রায় প্রতিটি ওয়ানপ্লাস প্যাড মডেলেই ছাড় ঘোষণা করা হয়েছে। ওয়ানপ্লাস প্যাড ২ পাওয়া যাবে ৩৪,৯৯৯ টাকায় এবং নতুন ওয়ানপ্লাস প্যাড ৩-এর কার্যকর মূল্য হবে ৪৪,৯৯৯ টাকা। বিশেষ অফার হিসেবে ২৬ জানুয়ারির আগে প্যাড ৩ কিনলে গ্রাহকরা বিনামূল্যে একটি স্টাইলো ২ (Stylo 2) পাবেন। বাজেট সচেতন গ্রাহকদের জন্য ওয়ানপ্লাস প্যাড গো ২ পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায় এবং পুরোনো প্যাড গো ও প্যাড লাইট যথাক্রমে ১৩,৯৯৯ ও ১১,৯৯৯ টাকার আকর্ষণীয় দামে কেনা যাবে। অডিও ডিভাইসের ক্ষেত্রে ওয়ানপ্লাস বাডস ৪ পাওয়া যাবে ৪,৯৯৯ টাকায় এবং প্রিমিয়াম বাডস প্রো ৩-এর দাম কমিয়ে ৯,৯৯৯ টাকা করা হয়েছে। সব মিলিয়ে নতুন বছরে ডিভাইস আপগ্রেড করার জন্য ওয়ানপ্লাসের এই সেলটি (OnePlus Freedom Sale 2026) অত্যন্ত লাভজনক হতে পারে।
