Bajaj Chetak C25 launched

বাজাজ অটো (Bajaj Auto) ভারতীয় বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার চেতক C25 (Bajaj Chetak C25) লঞ্চ করল। এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৯১,৩৯৯ টাকা। চেতক পরিবারের এই নতুন সংযোজনটি ডিজাইন ও ফিচারের দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা একে আগের বড় মডেলগুলির থেকে আলাদা করে তুলেছে। সেগুলি বিস্তারিত জেনে নেওয়া যাক।

Bajaj Chetak C25: ডিজাইন ও স্টাইল

ডিজাইনের ক্ষেত্রে নতুন বাজাজ চেতক C25 (Bajaj Chetak C25) তার পূর্বসূরির মতোই নিও-রেট্রো স্টাইল বজায় রেখেছে। স্কুটারের সামনে রয়েছে পরিচিত হর্সশু-আকৃতির এলইডি হেডল্যাম্প। এটি চেতকের আইকনিক পরিচয় বহন করে। সামনের অ্যাপ্রনটি তুলনামূলকভাবে সাধারণ হলেও হালকা কনট্যুর ব্যবহার করে একে আকর্ষণীয় করে তোলা হয়েছে। সাইড প্যানেলগুলিতেও আগের মতোই পরিচিত ডিজাইন দেখা যায়। তবে নতুন গ্রাফিক্স যোগ হওয়ায় স্কুটারটি আরও ফ্রেশ লুক পেয়েছে। পিছনের অংশে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের টেলল্যাম্প। সামগ্রিকভাবে যা স্কুটারের আধুনিকতা কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

স্কুটারটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মেটালিক বডি। বর্তমানে ভারতীয় বাজারে এটি একমাত্র ইলেকট্রিক স্কুটার যা সম্পূর্ণ মেটাল বডির সঙ্গে আসে। ব্যবহারিক দিক থেকে চেতক C25 যথেষ্ট সুবিধাজনক। এতে রয়েছে ২৫ লিটারের বুট স্পেস এবং ৬৫০ মিমি দীর্ঘ ফুল-লেংথ সিট, দৈনন্দিন ব্যবহারে যা বেশ আরামদায়ক। রঙের ক্ষেত্রেও গ্রাহকদের জন্য রয়েছে ছয়টি অপশন – রেসিং রেড, মিস্টি ইয়েলো, ওশান টিল, অ্যাকটিভ ব্ল্যাক, ওপালেসেন্ট সিলভার এবং ক্লাসিক হোয়াইট।

ফিচার ও ব্যাটারি

প্রযুক্তির দিক থেকে বাজাজ কোনো আপস করেনি। ফিচারের দিক থেকে নতুন চেতক C25 বেশ অত্যাধুনিক। এতে দেওয়া হয়েছে কালার এলসিডি ডিসপ্লে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করে। এর মাধ্যমে কল ও এসএমএস নোটিফিকেশন, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন এবং মিউজিক কন্ট্রোলের সুবিধা পাওয়া যায়। এছাড়াও স্কুটারটিতে উপস্থিত হিল হোল্ড অ্যাসিস্ট ফিচার। যার ফলে দুইজন আরোহী নিয়ে এটি ১৯ শতাংশ ঢালু রাস্তা সহজেই উঠতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: 2026 Royal Enfield Goan Classic পেল স্লিপার ক্লাচ, দামে সামান্য পরিবর্তন

পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন বাজাজ চেতকে ব্যবহার করা হয়েছে ফ্লোরবোর্ড-মাউন্টেড ২.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ২.২ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটরকে শক্তি জোগায়। একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি সর্বোচ্চ ১১৩ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। ব্যাটারি শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা ২৫ মিনিট। স্কুটারের সঙ্গে দেওয়া হয়েছে ৭৫০ ওয়াটের অফ-বোর্ড চার্জার, যার সাহায্যে ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে ৪ ঘণ্টারও কম সময় লাগে।

সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়েল শক অ্যাবজরবার দেওয়া হয়েছে। মোটের উপর, নতুন বাজাজ চেতক C25 (Bajaj Chetak C25) তার ডিজাইন, ফিচার ও পারফরম্যান্সের মাধ্যমে শহুরে ইলেকট্রিক স্কুটার ক্রেতাদের কাছে একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

© 2026 IndiasPress | All Rights Reserved