Mahindra XUV 7XO, XEV 9S Cross Over 90,000 Bookings

ভারতীয় এসইউভি (SUV) গাড়ির বাজারে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফের তাদের একাধিপত্য প্রমাণ করল। সংস্থার সদ্য লঞ্চ হওয়া দুই নতুন মডেল Mahindra XUV 7XO এবং XEV 9S-এর বুকিং শুরু হতেই গ্রাহকদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ জানুয়ারি ২০২৬ দুপুর ২টো পর্যন্ত এই দুই মডেলের মিলিত বুকিংয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩,৬৮৯টি। আর্থিক মূল্যের নিরিখে যার পরিমাণ ২০,৫০০ কোটি টাকারও বেশি (এক্স-শোরুম মূল্যের ভিত্তিতে)। এই বিপুল পরিমাণ বুকিংয়ের মাধ্যমে মহিন্দ্রা কেবল তাদের ব্যবসায়িক শক্তিই প্রদর্শন করেনি, বরং ভারতের ক্রমবর্ধমান এসইউভি বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ইলেকট্রিক, পেট্রোল এবং ডিজেল – এই তিন ধরনের জ্বালানির বিকল্প রাখাতে সংস্থা বিভিন্ন শ্রেণির ক্রেতাদের চাহিদা পূরণে সফল হয়েছে।

Mahindra XUV 7XO ও XEV 9S-এর বুকিং তাক লাগাবে!

মহিন্দ্রার সম্পূর্ণ ইলেকট্রিক মডেল XEV 9S নিয়ে বাজারে সবথেকে বেশি চর্চা হচ্ছে। এই এসইউভি মডেলটি তিনটি আলাদা ব্যাটারি প্যাকের বিকল্পে পাওয়া যাচ্ছে – ৫৯ কিলোওয়াট-আওয়ার, ৭০ কিলোওয়াট-আওয়ার এবং ৭৯ কিলোওয়াট-আওয়ার। প্রথম ব্যাটারিটি ১৭০ কিলোওয়াট পিক পাওয়ার দিতে সক্ষম, যেখানে ৭০ কিলোওয়াট ব্যাটারিটি ১৮০ কিলোওয়াট এবং শক্তিশালী ৭৯ কিলোওয়াট ব্যাটারিটি ২১০ কিলোওয়াট পিক পাওয়ার প্রদান করে। কেবল যান্ত্রিক শক্তিতেই নয়, কেবিন স্পেস বা ভেতরের জায়গার ক্ষেত্রেও এটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রথম ও দ্বিতীয় সারি মিলিয়ে এতে মোট ৪০৭৬ লিটারের বিশাল কেবিন স্পেস রয়েছে। এছাড়া ৫২৭ লিটারের বুট স্পেস এবং এই শ্রেণির মধ্যে সেরা ১৫০ লিটারের ফ্রাঙ্ক (সামনের স্টোরেজ) দেওয়া হয়েছে। বড় পরিবারের কথা মাথায় রেখে তৃতীয় সারিতে ৫০:৫০ স্প্লিট সিটের সুবিধাও রাখা হয়েছে। এই মডেলটির এক্স-শোরুম দাম ১৯.৯৫ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৯.৪৫ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: ফুল চার্জে ১১৩ কিমি চলবে! লঞ্চ হল Bajaj Chetak C25, দাম কত?

অন্যদিকে, যারা জ্বালানি চালিত শক্তিশালী ইঞ্জিন পছন্দ করেন, তাঁদের জন্য Mahindra XUV 7XO অন্যতম সেরা পছন্দ হতে পারে। এই মডেলে ২০৩ হর্সপাওয়ারের ২.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন এবং ১৮৫ হর্সপাওয়ারের ২.২ লিটার ডিজেল ইউনিটের বিকল্প রাখা হয়েছে। গাড়ি চালকের পছন্দ অনুযায়ী এতে ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ারবক্স বেছে নেওয়ার সুযোগ রয়েছে। প্রযুক্তিগত দিক থেকে এই এসইউভি-টিকে অত্যন্ত আধুনিক করে তোলা হয়েছে। এতে রয়েছে ৫৪০-ডিগ্রি ক্যামেরা সিস্টেম, যা চালককে চারপাশের সম্পূর্ণ দৃশ্য দেখতে সাহায্য করে। এছাড়া প্রথম ও দ্বিতীয় সারির সিটে ভেন্টিলেশন সুবিধা দেওয়া হয়েছে।

বিনোদনের জন্য এতে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্টেড ১৬টি স্পিকারযুক্ত হারমান কার্ডন অডিও সিস্টেম। সুরক্ষার খাতিরে ভারতীয় রাস্তার পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি লেভেল ২ এডিএএস (ADAS) প্রযুক্তি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। Mahindra XUV 7XO-এর দাম ১৩.৬৬ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৪.৯২ লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে। উদ্ভাবন এবং দেশীয় প্রযুক্তির ওপর ভর করে মহিন্দ্রার এই দুই নতুন মডেল আগামী দিনে ভারতীয় গাড়ি বাজারে বড়সড় বিপ্লব ঘটাতে চলেছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved