২০২৬ শুরু হতেই ভারতীয় মোটরসাইকেলের বাজারে নতুন আপডেট নিয়ে হাজির হল সুজুকি (Suzuki)। জাপানি সংস্থাটি তাদের জনপ্রিয় ২৫০ সিসি সেগমেন্টের একজোড়া ফ্ল্যাগশিপ বাইক উন্মোচন করেছে। যথা – Suzuki Gixxer SF 250 ও Suzuki Gixxer 250। আপডেট হিসাবে মডেল দুটিতে নতুন কালার অপশান যুক্ত করা হয়েছে। এগুলি হল – ‘গ্লাস স্পার্কল ব্ল্যাক’ এবং ‘পার্ল গ্লেসিয়ার হোয়াইট/মেটালিক ম্যাট প্ল্যাটিনাম সিলভার নম্বর ২’। এই দুই রঙের বাইকই এখন থেকে শোরুমে মিলবে। এর পাশাপাশি আগেকার জনপ্রিয় মেটালিক ট্রিটন ব্লু এবং পার্ল গ্লেসিয়ার হোয়াইটের সংমিশ্রণটিও বাজারে উপলব্ধ রাখা হয়েছে।
Suzuki Gixxer 250 সিরিজে রঙের বিকল্প
নতুন রঙের কারুকার্যের প্রসঙ্গে বললে, ‘পার্ল গ্লেসিয়ার হোয়াইট এবং প্ল্যাটিনাম সিলভার’ সংস্করণটি অত্যন্ত আধুনিক এবং আভিজাত্যপূর্ণ। এতে একটি উজ্জ্বল সাদা বডি প্যানেলের ওপর অত্যন্ত সুক্ষ্মভাবে সোনালি রঙের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এই বিশেষ রঙের মিশেল বাইকটিকে আগের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম এবং ‘ক্লাসি’ লুক প্রদান করেছে, যা সাধারণ ধূসর বা ম্যাট শেডগুলোর একঘেয়েমি দূর করতে সক্ষম। অন্যদিকে, যারা একটু রাফ-অ্যান্ড-টাফ লুক পছন্দ করেন, তাঁদের জন্য ‘গ্লাস স্পার্কল ব্ল্যাক’ সংস্করণটি আদর্শ। এই মডেলে কালো ফিনিশিংয়ের ওপর লাল রঙের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা অন্ধকার রাতে বাইকটির স্পোর্টি অবয়বকে আরও তীক্ষ্ণভাবে ফুটিয়ে তোলে।
দাম ও ইঞ্জিন
আশ্চর্যের বিষয় হল, সুজুকি তাদের এই ২০২৬ মডেলে (Suzuki Gixxer 250 সিরিজ) একাধিক নতুন ফিচার এবং স্টাইল যোগ করলেও বাইক দুটির দাম অপরিবর্তিত রেখেছে। দিল্লিতে জিক্সার এসএফ ২৫০-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,৮৯,৭৬৮ টাকা থেকে। শুধু তাই নয়, নতুন এই মডেলটি কিনলে গ্রাহকরা ১২,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের সুবিধা বা বেনিফিট লাভ করতে পারেন। অন্যদিকে, নেকেড ভার্সন অর্থাৎ জিক্সার ২৫০-এর দাম রাখা হয়েছে ১,৮১,৫১৭ টাকা (এক্স-শোরুম, দিল্লি) এবং এই বাইকের সঙ্গে মিলবে ১০,০০০ টাকা মূল্যের বিশেষ সুবিধা। এর পাশাপাশি সুজুকি ইন্ডিয়া ইনস্যুরেন্সের ওপর বিশেষ ছাড় এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টির সুবিধাও দিচ্ছে। মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সংস্থা ‘নো-ডাউন-পেমেন্ট’ ইএমআই স্কিম এবং হাইপোথিকেশন মুক্ত লোন দেওয়ার ব্যবস্থাও করেছে, যেখানে সুদের হার শুরু হচ্ছে মাত্র ৭.৯৯ শতাংশ থেকে।
আরও পড়ুন: Mahindra XUV 7XO ও XEV 9S-এর বুকিং তাক লাগালো! কয়েক ঘণ্টায় আয় ২০,৫০০ কোটি
যান্ত্রিক পরিবর্তনের প্রসঙ্গে বলতে হয়, সুজুকি তাদের বিশ্বস্ত ইঞ্জিনের ওপরই ভরসা রেখেছে। অর্থাৎ বাইক দুটির (Suzuki Gixxer 250 সিরিজ) ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। উভয় মডেলেই আগের মতোই ২৫০ সিসির অয়েল-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন বর্তমান। যা ২৬.২ বিএইচপি শক্তি এবং ২২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। মূলত ইঞ্জিনের দীর্ঘস্থায়ী পারফরম্যান্স অপরিবর্তিত রেখে নতুন আকর্ষণীয় সাজ এবং সাশ্রয়ী ফাইন্যান্স অফারের মাধ্যমে ২০২৬ সালে ভারতের বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখাই সুজুকির মূল লক্ষ্য। যারা স্টাইল এবং শক্তির সঠিক ভারসাম্য খুঁজছেন, তাঁদের জন্য এই নতুন সংস্করণের জিক্সার সিরিজ একটি চমৎকার বিকল্প হয়ে উঠতে পারে।
