আজ ১৫ জানুয়ারি ভারতীয় সেনা দিবসের (Indian Army Day) পুণ্যলগ্নে মুক্তি পেল বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’-এর (Border 2) অফিশিয়াল ট্রেলার। ১৯৯৭ সালের কালজয়ী ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’-এর একটি আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে। এই যুদ্ধভিত্তিক অ্যাকশন-ড্রামাটি আগামী ২৩শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ট্রেলারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে দেশপ্রেমের এক নতুন জোয়ার তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক সাড়া ফেলেছে। সেখানে বহু নেটিজেন আসন্ন মুভিটিরি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন।

বর্ডার ২-এর (Border 2) ট্রেলার মুক্তি পেল

‘বর্ডার ২’-এর (Border 2) ট্রেলারে ভারতীয় সেনাদের সেই অদম্য সংকল্প ও সাহসিকতা ফুটে উঠেছে। স্থল, আকাশ এবং জল – তিন পথেই মাতৃভূমিকে রক্ষা করার প্রেরণা জোগাতে দেখা গিয়েছে। পুরো ট্রেলার জুড়েই সানি দেউলের শক্তিশালী ও তেজস্বী সংলাপ এক অন্তর্নিহিত শক্তি হিসেবে কাজ করেছে। দর্শকদের মনে রোমাঞ্চ এবং দেশপ্রেমের উন্মাদনা বাড়িয়ে দেওয়ার জন্য যা যথেষ্ট। ছবিতে সানি দেউলের পাশাপাশি বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেঠির মতো তারকাদের মুখ্য ভূমিকায় দেখা যাবে। তাঁদের চরিত্রের মধ্যেকার বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ দেখানো হয়েছে। ট্রেলারটিতে সৈন্যদের ব্যক্তিগত জীবনের এক আবেগপূর্ণ ঝলকও তুলে ধরা হয়েছে। দেশসেবায় নিজেদের উৎসর্গ করার সময় একজন জওয়ান তাঁর ঘরবাড়ি ও প্রিয়জনদের পিছনে ফেলে যাওয়ার যে ঝুঁকি নেন, পরিচালক অনুরাগ সিং সেই মানবিক দিকটিকেও অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

আরও পড়ুন: সপ্তাহের ছুটি কাটান OTT দিয়ে, সময় ভুলিয়ে দেবে De Pyaar De 2, Akhanda 2-এর মত ওয়েব সিরিজগুলি

ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। সানি দেউলদের পাশাপাশি এই ছবিতে মহিলা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনম বাজওয়া, মোনা সিং, মেধা রানা এবং অন্যা সিংকে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে অনুপ্রাণিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জেপি ফিল্মস এবং টি-সিরিজ। ভূষণ কুমার, কিষাণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত এই বিশাল বাজেটের ছবির প্রযোজক হিসেবে কাজ করেছেন। ছবির মূল গল্পটি লিখেছেন নিধি দত্ত এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক অনুরাগ সিং ও সুমিত আরোরা।

প্রযুক্তিগত দিক থেকেও ‘বর্ডার ২’ (Border 2) বেশ সমৃদ্ধ। ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অংশুল চৌবে এবং সম্পাদনা করেছেন মনীশ মোরে। প্রোডাকশন ডিজাইনের কাজ সামলেছেন ময়ূর শর্মা এবং ছবির আবহ সঙ্গীত দিয়েছেন জন স্টুয়ার্ট এডুরি। যুদ্ধের দৃশ্যগুলোকে জীবন্ত ও আন্তর্জাতিক মানের করে তুলতে রবি ভার্মা, নিক পাওয়েল, পারভেজ শেখ এবং অ্যালান আমিনের মতো প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টরদের একযোগে ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ১৯৯৭ সালের সেই নস্টালজিয়াকে সঙ্গী করে ‘বর্ডার ২’ যে বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে চলেছে, ট্রেলারটি সেই ইঙ্গিতই দিচ্ছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved