Kolkata International Film Festival: গতকাল (৬ নভেম্বর) ধনধান্য প্রেক্ষাগৃহে শুভারম্ভ হল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ দ্বারা আয়োজিত ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2025)-এর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের সম্মাননীয় অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা। এবছরের চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশ থেকে ছোট ও পূর্ণ দৈর্ঘ্য মিলিয়ে মোট ২১৫টি ছবি দেখানো হবে।
‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’ ট্যাগ লাইনের সাথে শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2025)
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৫ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শোলে’ খ্যাত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রমেশ সিপ্পি, ‘কাহানি’ সিনেমার পরিচালক সুজয় ঘোষ, বিশিষ্ট সংগীত শিল্পী আরতি মুখোপাধ্যায়, জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জলন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী নৃত্য পরিবেশনায় ছিলেন ডোনা গাঙ্গুলি। শত্রুঘ্ন সিনহা এবারে উৎসব শুরুর ঘোষণা করেছেন। ফিল্ম ফেস্টিভ্যালে এবছর মোট ৩৯টি দেশের বাছাই করা সিনেমা দেখানো হবে। তার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩০টি স্বল্পদৈঘ্য ও তথ্যচিত্র। বাংলা সহ মোট ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশী ভাষার ছবি নির্বাচিত হয়েছে। তবে
চলচ্চিত্র উৎসবে এবছরের উদ্বোধনী ছবি হল উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত কালজয়ী ছবি ‘সপ্তপদী’। ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে নন্দন চত্বরে এখন সাজো সাজো রব। বিভিন্ন দেওয়ালে রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে কলকাতা শহরের অভিজাত বাড়ির আদল। তার সাথেই আঁকা হয়েছে ‘সপ্তপদী’র বিখ্যাত দৃশ্যগুলি। কাছের একতারা মঞ্চে আট তারিখ থেকে প্রতিদিন বসবে সিনে আড্ডা। উৎসবের প্রতিদিনই সিনেমার সঙ্গে এই মঞ্চে গানের আসর সাজাবেন বিশিষ্ট শিল্পীরা। যথারীতি কলকাতাবাসী এবারও মেতে উঠেছে চলচ্চিত্র উৎসবের আনন্দে। নন্দনের পাশাপাশি শিশির মঞ্চ ও রবীন্দ্রসদনের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহে যে যে সিনেমাগুলি দেখানো হবে তার তালিকা। ১৩ নভেম্বর শেষ হচ্ছে কেআইএফএফ (KIFF 2025)।
