ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে জনপ্রিয় নাম এথার এনার্জি (Ather Energy)। সংস্থা তাদের স্কুটারগুলিতে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যুক্ত করে গ্রাহকদের চমক দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল বহুল প্রতীক্ষিত ‘ইনফিনিট ক্রুজ’ (Infinite Cruise) সিস্টেম। গত বছরের অগস্ট মাসে এথার ৪৫০ অ্যাপেক্স মডেলে প্রথম এই ফিচারটি দেখা গিয়েছিল। এবার কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্যতম সফল মডেল এথার ৪৫০এক্স (Ather 450X)-এও এই অত্যাধুনিক সফটওয়্যার ফিচার যুক্ত করার। নতুন তৈরি হওয়া ৪৫০এক্স মডেলগুলিতে এটি স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে থাকবে বলে বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে। পুরনো গ্রাহকরা ভাবছেন এটি পাবেন কিনা? তাদের জন্যও রয়েছে সুখবর। কোম্পানি তাদের এই আপডেট স্কুটারটির বিদ্যমান গ্রাহকদের ওভার-দ্য-এয়ার (OTA) মাধ্যমে পৌঁছে দেবে।
Ather 450X: শহরে চলাচলে বিশেষ সহায়তা করবে
সাধারণত আমরা গাড়িতে যে ক্রুজ কন্ট্রোল ফিচারটি দেখতে পাই, তা মূলত হাইওয়েতে একটি নির্দিষ্ট গতি বজায় রাখার জন্য তৈরি করা হয়। কিন্তু এথারের এই ‘ইনফিনিট ক্রুজ’ সিস্টেম সম্পূর্ণ আলাদা। ভারতের কোলাহলপূর্ণ শহরের রাস্তা এবং ঘন যানজটের কথা মাথায় রেখেই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সাধারণত শহরের রাস্তায় স্কুটার ঘণ্টায় ৩০ কিলোমিটারের কমেই চলে। এথারের দাবি, তাদের এই সিস্টেমটি কেবল হাই-স্পিড নয়, বরং শহরের ধীরগতির ট্র্যাফিকের মাঝেও চালকের ক্লান্তি কমাতে সাহায্য করবে। ১০ কিমি থেকে শুরু করে ৯০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত যেকোনো গতিতে এই সিস্টেমটি কার্যকর করা সম্ভব। ফলে যে কোনো পরিস্থিতিতেই এটি যে সমান উপযোগী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: একজোড়া ই-স্কুটার নিয়ে হাজির সিম্পল, বাজারে এল Ultra ও Simple One Gen 2
প্রচলিত ক্রুজ কন্ট্রোল সিস্টেমে ব্রেক কষলে বা অ্যাক্সেলারেটর বাড়ালে সিস্টেমটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পরে পুনরায় চালু করতে হয়। তবে ইনফিনিট ক্রুজ (Ather 450X) সিস্টেমের বিশেষত্ব এই যে, এটি সব সময় সক্রিয় থাকে। আপনি যদি ব্রেক কষে গতি কমান বা ওভারটেক করার জন্য গতি বাড়ান, তবে সিস্টেমটি পুরোপুরি বন্ধ না হয়ে ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এবং নতুন গতির সাথে নিজেকে মানিয়ে নেয়। অর্থাৎ একবার চালু করার পর আপনাকে বারবার বোতাম টিপে এটি রি-সেট করতে হবে না। এটি থ্রটল একভাবে ধরে রাখার ক্লান্তি কমিয়ে চালককে আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।
তিনটি বিশেষ মোড ও উন্নত প্রযুক্তি
এই সিস্টেমের অধীনে তিনটি প্রধান মোড কাজ করবে। প্রথমটি হল ‘সিটি ক্রুজ’ (City Cruise), যা ট্রাফিকের গতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুটারের গতি নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়টি ‘হিল কন্ট্রোল’ (Hill Control), যা উঁচু-নিচু বা ফ্লাইওভারে ওঠার সময় এবং নামার সময় স্কুটারের গতি একরকম রাখতে সাহায্য করে। এটি এথারের নিজস্ব ‘ম্যাজিক ব্রেকিং অ্যালগরিদম’ ব্যবহার করে চাকার গতি নিয়ন্ত্রণ করে। সবশেষে রয়েছে ‘ক্রল কন্ট্রোল’ (Crawl Control), যা মূলত ভাঙাচোরা বা পিচ্ছিল রাস্তায় খুব ধীরগতিতে যাওয়ার সময় স্কুটারকে ভারসাম্য প্রদান করে।
পুরনো গ্রাহকদের জন্য সুখবর
এথার এনার্জি জানিয়েছে, যারা ২০২৫ সালের ১ জানুয়ারির পর ৪৫০এক্স মডেলটি (Ather 450X) কিনেছেন, সেই ৪৪,০০০-এর বেশি গ্রাহক ঘরে বসেই একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফিচার পেয়ে যাবেন। কোম্পানি তাদের ২০২৫ সিরিজের হার্ডওয়্যার এমনভাবে তৈরি করেছিল যাতে ভবিষ্যতে এই ধরনের আপডেট দেওয়া সম্ভব হয়। ড্যাশবোর্ডে নোটিফিকেশন আসার পর কেবল একটি ক্লিকের মাধ্যমেই এই সুবিধাটি উপভোগ করা যাবে। স্মার্ট প্রযুক্তির সাহায্যে পুরনো পণ্যকেও যে নতুন করে তোলা যায়, এথার তাদের এই পদক্ষেপের মাধ্যমে আরও একবার তা প্রমাণ করে দিল।
