Bajaj Pulsar NS400Z

ভারতের মোটরসাইকেল বাজারে অন্যতম আইকনিক নাম ‘বাজাজ পালসার’ (Bajaj Pulsar)। গত আড়াই দশক ধরে ভারতীয় যুবকদের হৃদয়ে রাজত্ব করছে এই ব্র্যান্ড। পালসার ব্র্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এবার গ্রাহকদের জন্য দারুণ খুশির খবর নিয়ে এল বাজাজ অটো (Bajaj Auto)। এই বিশেষ মাইলফলক উদযাপন করতে কোম্পানি তাদের নির্দিষ্ট কিছু পালসার মডেলের ওপর ৭,০০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় ‘অ্যানিভার্সারি বেনিফিটস’ বা সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। চলুন অফারের প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।

Bajaj Pulsar-এ দুর্দান্ত অফার

বাজাজ অটোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অফারের মধ্যে রয়েছে সরাসরি নগদ সাশ্রয় বা ডিসকাউন্ট, বাইক কেনার ক্ষেত্রে ফাইন্যান্সের ওপর জিরো প্রসেসিং ফি এবং পাঁচটি বিনামূল্যে সার্ভিসিংয়ের সুযোগ। বর্তমান বাজারে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ বেড়েই চলেছে, সেখানে একটি নতুন বাইক কেনার ক্ষেত্রে এই বিশাল ছাড় গ্রাহকদের জন্য বড় প্রাপ্তিই বটে। কোম্পানি স্পষ্ট করে দিয়েছে, এটি একটি সীমিত সময়ের অফার। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শোরুম ও বাজারে কার্যকর করা হয়েছে। আগ্রহী ক্রেতাদের দেরি না করে নিকটস্থ ডিলারশিপে যোগাযোগ করে এই অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নতুন রূপে ফিরছে টাটা পাঞ্চ! আত্মপ্রকাশের আগে প্রকাশ্যে দুর্ধর্ষ টিজার, জানুন খুঁটিনাটি

বর্তমানে ভারতের বাজারে পালসার ব্র্যান্ডের (Bajaj Pulsar) মোট ১১টি ভিন্ন মডেল পাওয়া যায়। ১২৫ সিসি ইঞ্জিন থেকে শুরু করে ৪০০ সিসি পর্যন্ত বিস্তৃত এই রেঞ্জ যেকোনো ধরনের বাইকপ্রেমীর চাহিদা মেটাতে সক্ষম। তালিকার শুরুতেই রয়েছে এন্ট্রি-লেভেল পালসার ১২৫, যা নিত্যদিন যাতায়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। এরপর মাঝারি রেঞ্জের মধ্যে রয়েছে পালসার এন-১৫০, পালসার ১৫০ এবং পালসার এন-১৬০। যারা একটু বেশি গতি এবং স্পোর্টি লুক পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে এনএস-১৬০, এনএস-২০০ এবং ফুল-ফেয়ার্ড লুকের আরএস-২০০। এছাড়া ২৫০ সিসি সেগমেন্টে আধিপত্য বজায় রেখেছে পালসার এন-২৫০ এবং এফ-২৫০। এই বিশাল তালিকার একদম শীর্ষে অবস্থান করছে সম্প্রতি বাজারে আসা পালসার এনএস-৪০০জেড, যা এখনও পর্যন্ত পালসার সিরিজের সবথেকে শক্তিশালী এবং প্রিমিয়াম মোটরসাইকেল।

পালসার ব্র্যান্ডের ইতিহাস

গত আড়াই দশকে ভারতের স্পোর্টস এবং নেকেড মোটরসাইকেল সেগমেন্টকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে পালসারের ভূমিকা অনস্বীকার্য। ২০০০-এর দশকের শুরুতে ডিটিএস-আই (DTS-i) প্রযুক্তির হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাজাজ অটো মনে করে, পালসার সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রিমিয়াম ডিজাইন এবং হাই-পারফরম্যান্স পৌঁছে দিতে সক্ষম। এই গৌরবময় ইতিহাসকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছে নতুন এনএস-৪০০জেড।

এই বিশেষ মুহূর্তটি নিয়ে বাজাজ অটো লিমিটেডের মোটরসাইকেল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট সারাং কানাড়ে বলেন যে, গত ২৫ বছর ধরে পালসার (Bajaj Pulsar) ভারতের পারফরম্যান্স মোটরসাইকেল সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বর্ষপূর্তি অফারের মূল লক্ষ্য হল গ্রাহকদের জন্য বাড়তি কিছু সুবিধা নিশ্চিত করা। পালসার ব্র্যান্ডটি বরাবরই পারফরম্যান্স এবং আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে এসেছে এবং আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। যারা দীর্ঘদিন ধরে একটি নতুন পালসার কেনার কথা ভাবছিলেন, তাঁদের জন্য নতুন বছরের এই শুরুটা নিশ্চিতভাবেই স্মরণীয় হতে চলেছে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved