দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতের এসইউভি গাড়ির বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ করল নতুন প্রজন্মের XUV 700। নয়া ভার্সনটির নাম রাখা হয়েছে Mahindra XUV 7XO। বিশেষজ্ঞদের মতে ভারতের অটোমোবাইল বাজারে আধিপত্য বজায় রাখতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র।
কোম্পানি তাদের এই নতুন ফেসলিফট সংস্করণের দাম ১৩.৬৬ লক্ষ টাকা থেকে ২২.৪৭ লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম) রেখেছে। তবে গ্রাহকদের জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে; এই প্রারম্ভিক মূল্য কেবল প্রথম ৪০,০০০ ক্রেতার জন্যই প্রযোজ্য হবে। নতুন এই সংস্করণে মাহিন্দ্রা কেবল নাম পরিবর্তন করেনি, বরং প্রযুক্তির দিক থেকেও গাড়িটিকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও আধুনিক করে তুলেছে। চলুন গাড়িটির সম্পূর্ণ খুঁটিনাটি বিশদে জেনে নেওয়া যাক।
Mahindra XUV 7XO-এর নকশায় আধুনিকতার ছোঁয়া
এক্সইউভি ৭এক্সও-এর ডিজাইনে বড়সড় রদবদল আনা হয়েছে। সামনের অংশে নতুন ডিজাইনের হেডল্যাম্প হাউজিং এবং আকর্ষণীয় এলইডি ডিআরএল (DRL) ব্যবহার করা হয়েছে। গাড়ির গ্রিলটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং প্রিমিয়াম লুক দেয়। নিচের অংশে নতুন আকৃতির বাম্পার, সরু ফগ ল্যাম্প এবং সিলভার রঙের স্কিড প্লেট গাড়িটিকে পেশিবহুল রূপ দিয়েছে। গাড়ির মূল অবয়ব বা সিলুয়েট আগের মতো থাকলেও ১৯ ইঞ্চির নতুন অ্যারো-ট্রিটেড অ্যালয় হুইল এর স্মার্টনেস বহুগুণ বৃদ্ধি করেছে। পেছনের দিকে হেক্সাগোনাল প্যাটার্নের নতুন টেল ল্যাম্প এবং বাম্পারে XUV 7XO ব্র্যান্ডিং গাড়িটিকে এক অনন্য পরিচিতি দিয়েছে।
অত্যাধুনিক ইন্টেরিয়র ও প্রযুক্তি
গাড়ির ভেতরে প্রবেশ করলে প্রথমেই নজরে পড়বে তিনটি বিশাল ১২.৩ ইঞ্চির স্ক্রিন। এর মধ্যে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, একটি সেন্ট্রাল ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অন্যটি সামনের যাত্রীর জন্য ডেডিকেটেড ডিসপ্লে হিসেবে কাজ করবে। আধুনিক প্রজন্মের কথা মাথায় রেখে এতে অ্যালেক্সা (Alexa) এবং চ্যাট-জিপিটি (Chat GPT) যুক্ত করা হয়েছে। বিনোদনের জন্য ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস সমর্থিত ১৬টি স্পিকারের মিউজিক সিস্টেম গান শোনার অভিজ্ঞতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। এছাড়াও এতে রয়েছে ওয়্যারলেস চার্জিং (সামনে ও পেছনে), ডুয়েল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং অতিবেগুনি রশ্মি বা ইউভি প্রোটেকশন সহ প্যানোরামিক সানরুফ। দ্বিতীয় সারির যাত্রীদের জন্য স্লাইড ও রিক্লাইন সুবিধা এবং ‘বস মোড’ বিশেষ আরামদায়ক হবে।
আরও পড়ুন: জনপ্রিয় বাইক Yamaha R15 কেনার এখনই সুযোগ, চলছে ছাড়
হার্ডওয়্যার ও নিরাপত্তা ব্যবস্থা
মাহিন্দ্রা এই গাড়ির হার্ডওয়্যারে বিশেষ উন্নতি সাধন করেছে। এতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ড্যাম্পার সেটআপ, যাকে কোম্পানি ‘ডাভিঞ্চি ড্যাম্পার’ নামে অভিহিত করছে। এটি খানাখন্দ ভরা রাস্তায় গাড়িটিকে অনেক বেশি স্থিতিশীল রাখবে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হয়নি। উন্নত ব়্যাডার ও ক্যামেরার সাহায্যে এর অ্যাডাস (ADAS) ক্ষমতাকে আরও শক্তিশালী করা হয়েছে। এই গাড়িতে লেভেল ২ প্লাস অ্যাডাস এবং ৫৪০-ডিগ্রি ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে, যা চালককে সব দিক থেকে সুরক্ষা প্রদান করবে। ইঞ্জিন অপশনে কোনো পরিবর্তন না এনে আগের মতোই ২.০ লিটার টার্বো-পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিন বজায় রাখা হয়েছে, যা ম্যানুয়াল ও অটোমেটিক – উভয় গিয়ারবক্সের সঙ্গেই পাওয়া যাবে।
বুকিং ও ডেলিভারি সংক্রান্ত তথ্য
গাড়িটি মূলত AX, AX3, AX5, AX7, AX7T এবং AX7L – এই কয়েকটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বেস পেট্রোল ম্যানুয়াল মডেলের দাম ১৩.৬৬ লক্ষ টাকা এবং ডিজেল মডেলের দাম ১৪.৯৬ লক্ষ টাকা থেকে শুরু। আগামী ৮ জানুয়ারি ২০২৬ থেকে দেশজুড়ে এর টেস্ট ড্রাইভ শুরু হবে। আবার ১৪ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে বুকিং গ্রহণ চালু হচ্ছে। মাহিন্দ্রা জানিয়েছে যে, প্রিমিয়াম মডেল অর্থাৎ AX7, AX7T এবং AX7L ভ্যারিয়েন্টগুলির ডেলিভারি আগে শুরু হবে। অন্যদিকে, সাশ্রয়ী মডেলগুলির ডেলিভারি এপ্রিল ২০২৬ থেকে আরম্ভ হওয়ার কথা রয়েছে।
