Mahindra XUV 7XO to be launched on Monday

২০২১ সালে বাজারে আসার পর থেকেই ভারতের ৭-সিটার এসইউভি (SUV) দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে Mahindra XUV700। বাজারে অনেক শক্তিশালী প্রতিযোগী এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি থাকা সত্ত্বেও, এই এসইউভি মডেলটি বরাবরই দেশীয় গ্রাহকদের প্রথম পছন্দের তালিকায় থেকেছে। ক্রেতাদের উদ্দীপনা বজায় রাখতে এবার কোম্পানি গাড়িটিতে আমূল পরিবর্তন আনতে চলেছে। আবার নামেও আসছে বদল। আগামীকাল, অর্থাৎ ৫ই জানুয়ারি ২০২৬ ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে পা রাখতে চলেছে বহুল প্রতীক্ষিত Mahindra XUV 7XO। এটি মূলত বর্তমান XUV700 মডেলের একটি বড়সড় ফেসলিফট সংস্করণ। যা কেবল নামে নয়, বরং নকশা এবং প্রযুক্তিতেও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে।

সোমবার বাজারে আসছে Mahindra XUV 7XO

নতুন এই সংস্করণে বাহ্যিক নকশা বা এক্সটেরিয়রে ব্যাপক রদবদল ঘটিয়েছে মাহিন্দ্রা। গাড়ির সামনের গ্রিলটি সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তির হেডল্যাম্প ও টেইলল্যাম্প। এমনকি গাড়ির সামনের ও পেছনের বাম্পারেও আধুনিকতার ছোঁয়া সুস্পষ্ট। চাকার ক্ষেত্রেও নতুন ডিজাইনের অ্যালয় হুইল ব্যবহারের কথা জানা গিয়েছে। তবে গাড়ির মূল কাঠামো বা সিলুয়েট আগের মতোই অপরিবর্তিত থাকছে। এদিকে অন্দরসজ্জার ক্ষেত্রে গ্রাহকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। এসইউভি-টির কেবিনে নতুন ডিজাইনের এসি ভেন্ট এবং রিডিজাইনড সেন্টার কনসোল দেখা যাবে যা গাড়িটিকে একটি ফ্রেশ লুক দেবে। সিটের লেদারেট কভার এবং রঙের থিমেও আমূল বদল আনা হয়েছে যাতে যাত্রীরা আরও প্রিমিয়াম ও আরামদায়ক অনুভূতি পান।

আরও পড়ুন: Bajaj Pulsar-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ ছাড়ের ঘোষণা সংস্থার

প্রযুক্তির নিরিখে এই গাড়িটি বাজারের অন্য সব এসইউভি-কে টেক্কা দিতে প্রস্তুত। Mahindra XUV 7XO-তে থাকবে তিনটি ১২.৩ ইঞ্চির বিশাল স্ক্রিন – যার মধ্যে একটি মূল ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং অন্যটি সহ-চালকের জন্য নির্দিষ্ট ডিসপ্লে। নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এতে লেভেল ২ প্লাস অ্যাডাস (ADAS), ইন-কার ক্যামেরা এবং দ্বিতীয় সারির যাত্রীদের জন্য ভেন্টিলেটেড সিটের সুবিধা রাখা হয়েছে। এছাড়াও মিউজিক প্রেমীদের জন্য থাকছে হারমান কার্ডন (Harman Kardon)-এর ১৬টি স্পিকার বিশিষ্ট প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।

ইঞ্জিন

ইঞ্জিনের শক্তিতে কোনো আপস না করে মাহিন্দ্রা তাদের বর্তমানের ভরসাযোগ্য ২.০ লিটার টার্বো পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিনটিই বজায় রাখছে। এই ইঞ্জিনগুলি পারফরম্যান্স এবং রিফাইনমেন্টের দিক থেকে সেগমেন্টের অন্যতম সেরা। তবে শোনা যাচ্ছে, এই ফেসলিফটে ইঞ্জিনের শক্তি আগের তুলনায় আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। ট্রান্সমিশনের ক্ষেত্রে ৬-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের বিকল্পও যথারীতি থাকছে। এবার আসা যাক দামের প্রসঙ্গে। বর্তমানে মুম্বাইয়ের বাজারে XUV700-এর অন-রোড দাম ১৬.৫০ লক্ষ থেকে ৩০.৬৫ লক্ষ টাকার মধ্যে। তবে আধুনিক সব ফিচারের কারণে নতুন Mahindra XUV 7XO-এর দাম কিছুটা বাড়তে পারে।

রিপোর্ট অনুযায়ী, বেস এবং মিড ভ্যারিয়েন্টগুলির দাম ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে একদম টপ মডেলের ক্ষেত্রে এই বৃদ্ধি ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে শোনা যাচ্ছে। বছরের শুরুতেই মাহিন্দ্রার এই রাজকীয় লঞ্চ ভারতীয় গাড়ির বাজারে এক নতুন আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

© 2026 IndiasPress | All Rights Reserved