Mahindra XUV 7XO to be launched on Monday

Mahindra XUV 7XO ঘিরে দীর্ঘদিন ধরেই তুমুল উত্তেজনা চলছে ভারতীয় গাড়ির দুনিয়ায়। সম্ভাব্য ক্রেতাদের উত্তেজনা প্রশমন করতে কোম্পানি জানিয়েছে যে, আগামী ৫ জানুয়ারি, ২০২৬-এ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। অনুরাগীদের উদ্দীপনা বাড়াতে এবারে প্রকাশ্যে ধরা দিল গাড়িটি। তবে আপাদমস্তক সাদা কাপড়ে আবৃত অবস্থায়। সম্প্রতি একটি ডিলার ইয়ার্ডে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। কাপড়ে ঢাকা থাকার কারণ পরিষ্কার। উন্মোচনের আগে কোম্পানি গাড়িটির নকশা গোপন রাখতে চায়। তবুও স্পাই ইমেজের মাধ্যমে বেশ কিছু নতুন আপডেট ইতিমধ্যেই অটোমোবাইল-প্রেমীদের নজরে এসেছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক।

বর্তমান XUV700-এর উত্তরসূরি হিসাবে আসা এই গাড়িতে চাকার নকশায় বড় বদল আনা হয়েছে। এতে দেখা মিলবে ১৯ ইঞ্চির নতুন অ্যারোডায়নামিক অ্যালয় হুইল। যা মাহিন্দ্রার আসন্ন ইলেকট্রিক গাড়ি XEV 9S থেকে অনুপ্রাণিত। বর্তমানে বাজারে উপলব্ধ মডেলটিতে ১৭ বা ১৮ ইঞ্চির চাকা থাকলেও, নতুন ভার্সনে আরও বড় চাকা গাড়িটির প্রিমিয়াম লুক বৃদ্ধি করবে তা বলাবাহুল্য।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে বাড়তে চলেছে সিগারেটের দাম, কতটা জানুন

Mahindra XUV 7XO: ডিজাইন

গাড়ির হেডলাইটের নকশাতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। এতে ডুয়েল-ব্যারেল প্রজেক্টর কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যা Scorpio N-এর কথা মনে করিয়ে দেয়। এটি রাতে আরও ভালো পথ দেখতে সহায়তা করবে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে এর ডিআরএল (DRL)-এর ডিজাইনে। আগেকার লম্বালম্বি নকশার বদলে এখন এটি অনেকটা ‘ইউ’ (U) আকৃতির রূপ পেয়েছে।

ফগ ল্যাম্পের পজিশনেও বদল ঘটিয়েছে সংস্থা। অন্দরসজ্জার ক্ষেত্রে মাহিন্দ্রা তাদের ‘বর্ন ইলেকট্রিক’ গাড়িগুলির আদলে তৈরি করেছে ট্রিপল-স্ক্রিন সেটআপ, যা ড্যাশবোর্ডকে দিচ্ছে এক বিলাসবহুল অনুভূতি। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পেছনের সিটের জন্য আলাদা স্ক্রিন এবং ৫৪০-ডিগ্রি ক্যামেরার মতো অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে এতে।

ইঞ্জিন

পারফরম্যান্সের দিক থেকে মাহিন্দ্রা খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে বর্তমানের ভরসাযোগ্য ২.০ লিটার টার্বো-পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিনই বজায় রাখছে। গ্রাহকরা ম্যানুয়াল এবং অটোমেটিক – দুই ধরনের গিয়ারবক্সের সঙ্গেই বেছে নিতে পারবেন। উচ্চতর ভেরিয়েন্টগুলিতে অল-হুইল ড্রাইভ বা AWD সিস্টেম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই মাহিন্দ্রার এই শক্তিশালী SUV (Mahindra XUV 7XO) বাজারে বড়সড় ধামাকা করবে বলে আশা করা হচ্ছে।

© 2026 IndiasPress | All Rights Reserved