Raja Saab Prabhas Car Collection

দক্ষিণী সুপারস্টার প্রভাসের অনুরাগী হাতে গুনে শেষ করা যাবে না। ‘বাহুবলী’ থেকে শুরু করে বর্তমানের ‘রাজা সাব’ (Raja Saab) – প্রভাস মানেই ভারতীয় বক্স অফিসে নতুন রেকর্ড। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতের বাইরে গিয়ে এই ভারত বিখ্যাত সুপারস্টারের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানলে চমকে যাবেন। আভিজাত্যে মোড়ানো তাঁর জীবন। অভিনেতার অন্যতম দুর্বলতা হচ্ছে দামী বিলাসবহুল গাড়ি। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রচার না করলেও, তাঁর গ্যারেজটি কিন্তু রীতিমতো রাজকীয়। সেখানে যেমন রয়েছে গতির তুফান তোলা সুপারকার, তেমনই রয়েছে বিলাসিতা ও আরামের জন্য আভিজাত্যের সেরা মডেল। গতির নেশা এবং বিলাসবহুল জীবনযাত্রার এক অনন্য মিশেল লক্ষ্য করা যায় প্রভাসের গাড়ির সংগ্রহে। চলুন গাড়িগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

View this post on Instagram

 

A post shared by Car Crazy India® (@carcrazy.india)

প্রভাসের গাড়ির সংগ্রহে (Raja Saab) Lamborghini Aventador S Roadster

প্রভাসের সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় গাড়িটি হল ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এস রোডস্টার। গতির তুফান তোলা এই ইতালীয় সুপারকারটি যে কেউ একবার দেখলেই মুগ্ধ হতে বাধ্য। এটি কোনো সাধারণ অ্যাভেন্টাডর নয়, এটি একটি রোডস্টার মডেল যার ছাদ খোলা যায়। প্রভাসের এই গাড়ি শুরুতে উজ্জ্বল কমলা বা ‘আরাঞ্জিও’ রঙের ছিল। তবে সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অভিনেতা এখন গাড়িটির ভোল বদলে ফেলেছেন এবং বর্তমানে এটি ম্যাট ব্ল্যাক বা স্যাতিন ব্ল্যাক রঙে মোড়ানো। এই শক্তিশালী সুপারকারটিতে রয়েছে ৬.৫ লিটারের বিশালাকার ভি-১২ ইঞ্জিন। যা থেকে ৭৭০ পিএস শক্তি এবং ৭২০ এনএম টর্ক উৎপন্ন হয়। ৭-স্পিড ডুয়েল-ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ এই গাড়িটি যখন রাস্তায় চলে, তার গর্জন যে কাউকে চমকে দেবে। বর্তমানে এই মডেলটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। যখন এটি বাজারে পাওয়া যেত তখন এর এক্স-শোরুম দাম ছিল প্রায় ৬ কোটি টাকা।

Latest and Breaking News on NDTV

Rolls-Royce Phantom

রাজকীয় ভ্রমণের জন্য প্রভাসের গ্যারেজে রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের পছন্দের এই লিমুজিনটি প্রভাসের আভিজাত্যের অন্যতম বড় প্রমাণ। এই গাড়িতে রয়েছে ৬.৭৫ লিটারের শক্তিশালী ভি-১২ মোটর, যা গাড়ির পেছনের চাকায় শক্তি সরবরাহ করে। রোলস-রয়েস ব্যক্তিগত কাস্টমাইজেশনের জন্য বিখ্যাত। প্রভাসের গ্যারেজে থাকা এই গাড়ির বর্তমান বাজারমূল্য ৯ কোটি টাকারও বেশি। যদি কেউ এর এক্সটেন্ডেড হুইলবেস ভ্যারিয়েন্টটি বেছে নেন, তবে তার দাম ভারতে প্রায় ১০.৪৮ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এই গাড়ির ভেতরকার শান্ত পরিবেশ এবং মসৃণ রাইড প্রভাসের মতো ব্যস্ত তারকার ক্লান্তি দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন: 2026 KTM Duke Range হাজির হল, প্রতিটি মডেলের আপডেট জেনে নিন

Latest and Breaking News on NDTV

Range Rover

যেকোনো ভারতীয় সেলিব্রিটির গ্যারেজ রেঞ্জ রোভার ছাড়া অসম্পূর্ণ। প্রভাসও এর ব্যতিক্রম নন। তাঁর কাছে আগে এই ফ্ল্যাগশিপ এসইউভি-র একটি পুরনো ভার্সন ছিল। তবে ২০২৩ সালে তিনি গাড়িটির লেটেস্ট জেনারেশনের রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মডেলটি কেনেন। কালো রঙের এই শক্তিশালী গাড়িটি ৪.৪ লিটার পেট্রোল ইঞ্জিনে চলে। এটি মূলত এই সিরিজের সবথেকে প্রিমিয়াম ‘এলডব্লিউবি’ ফরম্যাট বা লং হুইলবেস ভ্যারিয়েন্ট। বিলাসবহুল এই এসইউভি-টির বর্তমান বাজারমূল্য প্রায় ৪.২৫ কোটি টাকা। শহরের জ্যাম বা এবড়োখেবড়ো রাস্তা, সব জায়গাতেই এই গাড়ি রাজার মতো পারফরম্যান্স দিতে সক্ষম। সব মিলিয়ে প্রভাসের গাড়ির সংগ্রহ কেবল তাঁর বিশাল সম্পদের প্রমাণ দেয় না, বরং আধুনিক প্রযুক্তি এবং ক্ল্যাসিক আভিজাত্যের প্রতি তাঁর রুচিকেও ফুটিয়ে তোলে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved