Tata Harrier and Safari petrol variants launched

ভারতীয় এসইউভি (SUV) বাজারে আলোড়ন জাগিয়ে টাটা মোটরস তাদের জনপ্রিয় দুই ফ্ল্যাগশিপ মডেল আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। এগুলি হল – টাটা হ্যারিয়ার এবং সাফারি-র (Tata Harrier and Safari) পেট্রোল চালিত সংস্করণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোম্পানি তাদের এই দুটি শক্তিশালী গাড়ির ডিজেল ইঞ্জিনের গণ্ডি ছাড়িয়ে পেট্রোলের রিফাইন্ড মোটর সহ আনল।

নতুন দিল্লিতে টাটা হ্যারিয়ার পেট্রোলের প্রারম্ভিক এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ১২.৮৯ লক্ষ টাকা। অন্যদিকে, যারা সাত আসন বিশিষ্ট বড় গাড়ির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য টাটা সাফারি পেট্রোলের দাম শুরু হচ্ছে ১৩.২৯ লক্ষ টাকা থেকে। এই লঞ্চের মাধ্যমে টাটা মোটরস সেইসব গ্রাহকদের মন জয় করার চেষ্টা করছে, যারা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি পেট্রোল ইঞ্জিনের মসৃণতা এবং আভিজাত্য পছন্দ করেন। চলুন মডেলদ্বয়ের বৈশিষ্ট্য সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

টাটা হ্যারিয়ার এবং সাফারি-র পেট্রোল ভার্সন (Tata Harrier and Safari)

টাটার এই নতুন এসইউভি দুটিতে (Tata Harrier and Safari) ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ১.৫ লিটার হাইপেরিয়ন টার্বো-জিডিআই পেট্রোল ইঞ্জিন। এটি সর্বোচ্চ ১৭০ পিএস শক্তি এবং ২৮০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। যেকোনো ধরনের রাস্তায় যা গাড়িটিকে দারুণ গতি প্রদান করবে। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এতে ম্যানুয়াল এবং অটোমেটিক, উভয় ধরনের গিয়ারবক্সের বিকল্প রাখা হয়েছে।

ইঞ্জিনের পারফরম্যান্সের পাশাপাশি টাটা মোটরস জ্বালানি সাশ্রয়ের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। কোম্পানির দাবি, এই পেট্রোল ইঞ্জিনটি নিজের সেগমেন্টে সেরা মাইলেজ প্রদান করে। এমনকি টাটা হ্যারিয়ার পেট্রোল একটি অনন্য নজির গড়েছে। টানা ১২ ঘণ্টার ড্রাইভে একটি পেট্রোল ম্যানুয়াল এসইউভি হিসেবে সর্বোচ্চ মাইলেজ দেওয়ার জন্য এটি ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম তুলে নিয়েছে।

ফিচার ও নিরাপত্তা

গাড়ির ভেতরে প্রবেশ করলে দেখা যাবে একগুচ্ছ প্রিমিয়াম ফিচারের সমাহার। নতুন সংস্করণে ৩৬.৯ সেন্টিমিটারের একটি বিশাল ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন এবং ডলবি অ্যাটমস সমর্থিত প্রিমিয়াম অডিও সিস্টেম দেওয়া হয়েছে। গান শোনার অভিজ্ঞতাকে যা এক অন্য মাত্রায় নিয়ে যাবে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিতে এতে যুক্ত করা হয়েছে ডিজিটাল রিয়ার-ভিউ মিরর এবং বিল্ট-ইন ড্যাশক্যাম। এছাড়া রিভার্স অ্যাসিস্ট সহ মেমোরি ওআরভিএম (ORVM) এবং ডুয়েল ক্যামেরা ওয়াশার সিস্টেমের মতো আধুনিক সুবিধা গাড়ি চালানো আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

আরও পড়ুন: ভিড় সামলাতে নয়া প্রযুক্তি! Ather 450X-এ এল ‘ইনফিনিট ক্রুজ’, আপনি পাবেন?

নিরাপত্তার ক্ষেত্রে টাটা মোটরস বরাবরের মতোই শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ডিজেল মডেলের মতো পেট্রোল চালিত হ্যারিয়ার এবং সাফারি, উভয় গাড়িই ভারত এনক্যাপ (Bharat NCAP) ক্র্যাশ টেস্টে ৫-স্টার রেটিং অর্জন করেছে। সুরক্ষার জন্য এতে রয়েছে লেভেল-২ অ্যাডাস (ADAS) প্রযুক্তি। যার আওতায় ২২টি অত্যাধুনিক সুরক্ষা ফিচার চালক ও যাত্রীদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করবে।

ভ্যারিয়েন্টের বৈচিত্র্যের দিক থেকেও টাটা চমক দিয়েছে। হ্যারিয়ার পেট্রোল পাওয়া যাবে স্মার্ট, পিওর, অ্যাডভেঞ্চার এবং ফিয়ারলেস ট্রিমে। অন্যদিকে, সাফারির ক্ষেত্রে স্মার্ট, পিওর, অ্যাডভেঞ্চার এবং অ্যাকমপ্লিশড ট্রিম মিলবে। উভয় গাড়ির (Tata Harrier and Safari) টপ-এন্ড মডেলে গ্রাহকরা আকর্ষণীয় ডার্ক এবং রেড ডার্ক এডিশন বেছে নিতে পারবেন। এই পেট্রোল চালিত মডেলগুলি বাজারে আসার ফলে টাটা মোটরস এখন সরাসরি অন্যান্য নামী ব্র্যান্ডের পেট্রোল এসইউভিমমডেলগুলির সঙ্গে টক্কর দিতে প্রস্তুত। যারা প্রিমিয়াম ফিচারের পাশাপাশি সর্বোচ্চ সুরক্ষা এবং শক্তিশালী পেট্রোল ইঞ্জিনের স্বাদ নিতে চান, তাঁদের জন্য এই গাড়িগুলি আদর্শ বিকল্প হতে চলেছে।

© 2026 IndiasPress | All Rights Reserved