Yamaha R15

ভারতের বাইকপ্রেমীদের কাছে ইয়ামাহা আর-১৫ (Yamaha R15) কেবল একটি মোটরসাইকেল নয়, বরং একটি আবেগ। বাইকটির জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিতে এক বিশেষ ঘোষণা করল ইয়ামাহা মোটর ইন্ডিয়া। আজ, ৫ই জানুয়ারি ২০২৬ সোমবার এদেশে সংস্থার ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফ্ল্যাগশিপ মোটরসাইকেলটির মূল্যে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এতে ইয়ামাহা ওয়াইজেডএফ আর-১৫ (YZF-R15)-এর দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এটি বস্তুত দেশের তরুণ প্রজন্মের রাইডারদের প্রতি কোম্পানির বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ। ছাড়ের পরিমাণ কত চলুন বিশদে জেনে নেওয়া যাক।

Yamaha R15-এ বিরাট ছাড়

ইয়ামাহার এই বিশেষ বর্ষপূর্তি অফারের আওতায় আর-১৫ (Yamaha R15) সিরিজের প্রতিটি ভ্যারিয়েন্টে সরাসরি ৫,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট বা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মূল্য সংশোধনের ফলে আর-১৫ রেঞ্জের সবথেকে সাশ্রয়ী মডেল আর-১৫ এস (R15 S)-এর শুরুর দাম এখন ১.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই মডেলটি মূলত আগের প্রজন্মের আর-১৫ ভি ৩.০-এর ওপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে, বর্তমানের সবথেকে জনপ্রিয় মডেল আর-১৫ ভি ৪ (R15 V4)-এর দাম শুরু হচ্ছে ১.৬৬ লক্ষ টাকা থেকে। যারা প্রিমিয়াম এবং আধুনিক ফিচার সমৃদ্ধ টপ-স্পেক আর-১৫ এম (R15 M) মডেলটি কিনতে আগ্রহী, তাঁদের জন্য বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ১.৮১ লক্ষ টাকা। তবে কোম্পানি স্পষ্ট করেছে যে এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য বৈধ থাকবে। আবার যেকোনো সময় পরিস্থিতির ওপর ভিত্তি করে মূল্যের পরিবর্তন আনা হতে পারে।

মূল্য কমানো হলেও বাইকটির যান্ত্রিক বৈশিষ্ট্য বা ফিচারে কোনো বদল ঘটানো হয়নি। ক্রেতারা আগের মতোই সেই দুর্ধর্ষ ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটি ১০,০০০ আরপিএম-এ ১৮ হর্সপাওয়ার শক্তি এবং ৭,৫০০ আরপিএম-এ ১৪.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সঙ্গে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স, কুইক-শিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের মতো আধুনিক সব প্রযুক্তি। যা আর-১৫-কে (Yamaha R15) নিজের সেগমেন্টে রাইডারদের কাছে নয়নের মণি করে রেখেছে।

আরও পড়ুন: নতুন আবতারে Mahindra XUV 7XO: সোমবারই বাজারে পা রাখছে SUV

আসন্ন Yamaha R2 ভারতেই তৈরি হবে

জানলে অবাক হবেন, ইয়ামাহার এই চমক কেবল দাম কমানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। কোম্পানি বর্তমানে ভারতে তাদের ব্যবসার পরিধি বাড়াতে এবং নতুন গ্রাহক টানতে আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। ইতিমধ্যে তারা ‘আর-২’ (R2) নামে একটি নতুন মডেলের ট্রেডমার্ক ভারতে নথিভুক্ত করেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের উৎসবের মরশুমেই ইয়ামাহা আর-২ ভারতীয় বাজারে পা রাখতে পারে। এই স্পোর্টস বাইকটির অন্যতম প্রধান বিশেষত্ব হল এটি সম্পূর্ণভাবে ভারতের চেন্নাইয়ের কারখানায় ডিজাইন এবং তৈরি করা হবে। কেবল ভারতীয় ক্রেতাদের কথা ভেবেই নয়, ইয়ামাহার পরিকল্পনা রয়েছে এই ‘মেড ইন ইন্ডিয়া’ আর-২ বাইকটি বিশ্বজুড়ে রপ্তানি করার। ফলে আগামী দিনে ইয়ামাহার ঝুলিতে যে আরও বড় চমক আসতে চলেছে, তা বলাই বাহুল্য। এদিকে যারা বছরের শুরুতে একটি প্রিমিয়াম বাইক কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য ইয়ামাহার এই নতুন দাম অবশ্যই বড় সুযোগ হিসেবে কাজ করবে।

© 2026 IndiasPress | All Rights Reserved