Flipkart Republic Day Sale

ভারতের সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ই-কমার্স জায়েন্ট ফ্লিপকার্ট নিয়ে আসছে বছরের অন্যতম বড় সেল (Flipkart Republic Day Sale)। আগামী ১৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই ধামাকা সেল শুরু হতে চলেছে। তবে যারা ফ্লিপকার্ট প্লাস এবং ব্ল্যাক মেম্বার, তাঁরা ২৪ ঘণ্টা আগে অর্থাৎ ১৬ জানুয়ারি থেকেই এই সেলে কেনাকাটার বিশেষ সুযোগ বা ‘আর্লি অ্যাক্সেস’ পাবেন। কিন্তু সবচেয়ে বড় চমক হল, গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফ্লিপকার্ট ইতিমধ্যেই কিছু ‘আর্লি বার্ড ডিল’ লাইভ করে দিয়েছে। এর অর্থ হল, সেলের দিনগুলি শুরু হওয়ার আগেই আপনি বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন অত্যন্ত সস্তায় কিনে নিতে পারবেন। নিচে বর্তমানের সেরা আর্লি বার্ড ডিলগুলির একটি বিস্তারিত তালিকা দেওয়া হল। চলুন দেখে নেওয়া যাক।

ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল (Flipkart Republic Day Sale)

বাজেট স্মার্টফোনের তালিকায় সবথেকে বেশি চমক দিচ্ছে Ai+ ব্র্যান্ড। তাদের Ai+ Pulse (6GB) মডেলটি বর্তমানে মাত্র ৬,২৯৯ টাকার কার্যকর মূল্যে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। যারা খুব কম দামে ৫জি স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে Ai+ Nova 5G। ৭,৪৯৯ টাকার এই ফোনে ইউনিসক T8200 চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই বাজেটে ৫জি সংযোগ এবং ৬ জিবি র‍্যামের সুবিধা সত্যিই প্রশংসনীয়।

১০ থেকে ১৫ হাজার টাকার বাজেটে বেশ কয়েকটি শক্তিশালী অপশন রয়েছে। জনপ্রিয় ব্র্যান্ড পকো-র POCO C85 5G ফোনটি বর্তমানে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর প্রধান আকর্ষণ হলো ৬.৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করবে। অন্যদিকে, রেডমি প্রেমীদের জন্য রয়েছে Redmi Note SE 5G। ১২,৭৪৯ টাকার এই ফোনে ডাইমেনসিটি ৭০২৫ চিপসেট এবং ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা সোশ্যাল মিডিয়া প্রেমীদের নজর কাড়বে।

আরও পড়ুন: গাড়ির প্রতি দুর্বল প্রভাস! রাজা-সাবের গ্যারেজে কত দামের মডেল রয়েছে শুনবেন?

মধ্যম সারির বা মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে ১৮ হাজার টাকার আশেপাশে বেশ কয়েকটি প্রিমিয়াম ফোন পাওয়া যাচ্ছে। স্যামসাংয়ের জনপ্রিয় মডেল Samsung Galaxy A35 5G এখন মাত্র ১৮,৪৯৯ টাকায় মিলছে। যারা ব্র্যান্ড ভ্যালু এবং ভালো সফটওয়্যার সাপোর্ট চান, তাঁদের জন্য এটি সেরা পছন্দ। ঠিক একই দামে অর্থাৎ ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Vivo T4 Ultra 5G। এই ফোনের বিশেষত্ব হল এর শক্তিশালী ডাইমেনসিটি ৯৩০০+ চিপসেট এবং ৩২ মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি ক্যামেরা। গেমারদের কথা মাথায় রেখে Infinix Gt 30 5G ফোনটি ১৯,৪৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে, যাতে ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

সবশেষে, যারা একটু প্রিমিয়াম অভিজ্ঞতার খোঁজ করছেন, তাঁদের জন্য Realme P3 Ultra একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। ২২,৯৯৯ টাকার এই ফোনে ৬.৮৩ ইঞ্চির বড় ডিসপ্লে, ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট এবং ৬০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি রয়েছে। ফ্লিপকার্টের এই আর্লি বার্ড ডিলগুলো মূলত সীমিত সময়ের জন্য এবং সীমিত স্টকের ওপর নির্ভর করে। তাই আপনি যদি নতুন বছরে একটি ভালো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে সেলের মূল তারিখের জন্য অপেক্ষা না করে এখনই এই ডিলগুলি (Flipkart Republic Day Sale) লুফে নিতে পারেন। মনে রাখবেন, ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ বোনাস ব্যবহার করলে এই কার্যকর মূল্য আরও কিছুটা কমানো সম্ভব হতে পারে।

© 2026 IndiasPress | All Rights Reserved