Amazon Great Republic Day Sale 2026

ভারতে আবারও ঝড় তুলতে প্রস্তুত মার্কিন ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে বছরের অন্যতম বড় বিক্রয় উৎসব ‘অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল ২০২৬’ (Amazon Great Republic Day Sale 2026)। যদিও এই মেগা সেল কতদিন চলবে তা নিয়ে সংস্থা এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ক্যামেরা এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের মতো ইলেকট্রনিক পণ্যের ওপর চোখ ধাঁধানো অফার থাকছে। ইতিমধ্যেই টিজার প্রকাশ করা শুরু হয়েছে। এবারের সেলের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে অ্যাপলের লেটেস্ট স্মার্টফোন সিরিজ। গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং সম্পূর্ণ নতুন iPhone 17 Pro Max Air-এর ওপর বিশাল ডিসকাউন্টের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে অ্যামাজন।

Amazon Great Republic Day Sale 2026-এ বিশাল ছাড়

স্মার্টফোন প্রেমীদের জন্য সবথেকে বড় চমক অপেক্ষা করছে আইফোনের নতুন মডেলগুলির মূল্যে। অ্যামাজনের বিশেষ মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, সেল চলাকালীন অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোনগুলির দাম বর্তমান বাজারমূল্যের তুলনায় অনেকটা কমে যাবে। আইফোন ১৭ প্রো ম্যাক্স, যার তালিকাভুক্ত মূল্য বর্তমানে ১,৪৯,৯০০ টাকা, তা সেলে পাওয়া যাবে ১,৪০,৪০০ টাকায়। অর্থাৎ সরাসরি ৯,৫০০ টাকার সাশ্রয়। অন্যদিকে, আইফোন ১৭ প্রো-এর দাম ১,৩৪,৯০০ টাকা থেকে কমিয়ে ১,২৫,৪০০ টাকা করা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ, নতুন আইফোন এয়ার মডেলটি ৯৯,০০০ টাকার পরিবর্তে সেলে মাত্র ৯১,২৪৯ টাকায় কেনা যাবে। এই সরাসরি ছাড় ছাড়াও এসবিআই ক্রেডিট কার্ড এবং ইএমআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (Amazon Great Republic Day Sale 2026) পাবেন। এর পাশাপাশি আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং পুরোনো স্মার্টফোন বদলানোর ক্ষেত্রে বড় অঙ্কের এক্সচেঞ্জ বোনাসও থাকছে।

আরও পড়ুন: ৩ডি কার্ভ ডিসপ্লে ও শক্তিশালী ফিচারে বাজিমাত করবে! ভারতে লঞ্চ হল Poco M8 5G

কারিগরি দিক থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসা এই তিনটি মডেলেই অ্যাপলের সর্বাধুনিক ‘এ১৯ প্রো’ (A19 Pro) চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে আইফোন এয়ার মডেলটি অত্যন্ত পাতলা এবং হালকা ডিজাইনের হওয়ায় এটিতে চিপসেটের একটি বিশেষ টিউনড সংস্করণ ব্যবহার করা হয়েছে, যা ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ব্যাটারির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ক্যামেরার ক্ষেত্রে আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে রয়েছে শক্তিশালী ট্রিপল ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার আইফোন এয়ার-এর পেছনে রয়েছে একটি মাত্র ৪৮ মেগাপিক্সেল শুটার। তবে সেলফির ক্ষেত্রে তিনটি ফোনেই কোনো আপস করা হয়নি। সবকটিতেই দেওয়া হয়েছে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এতে রয়েছে অ্যাপলের বিখ্যাত ‘সেন্টার স্টেজ’ প্রযুক্তি।

আইফোন ছাড়াও অ্যামাজন (Amazon Great Republic Day Sale 2026) তাদের এই সাধারণতন্ত্র দিবসের বিশেষ সেলে অন্যান্য ব্র্যান্ডের ফোনের ওপরেও দুর্দান্ত অফার দেওয়ার ঘোষণা করেছে। ওয়ানপ্লাস ১৫, ওয়ানপ্লাস ১৫-আর (OnePlus 15R), স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি-এর মতো জনপ্রিয় মডেলগুলির দামও এই সেলে উল্লেখযোগ্যভাবে কমবে। এমনকি ভিভোর সাব-ব্র্যান্ড আইকু (iQOO) ১৫ এবং তাদের অন্যান্য হ্যান্ডসেটের ওপরও বড় ছাড়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। বছরের শুরুতে নতুন স্মার্টফোন বা গ্যাজেট কেনার পরিকল্পনা থাকলে এই সেলটি গ্রাহকদের জন্য বড় সুযোগ।

By Madhumita Dasgupta Burman

Madhumita is a new writer of IndiasPress. She is interested in various fields. Her hobbies are writing, singing, reading and travelling.

© 2026 IndiasPress | All Rights Reserved