HONOR Magic 8 Air বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ কী শুনবেন? আর কিছুদিনের মধ্যেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি বাজারে আসতে চলেছে। গত বছর অক্টোবরে লঞ্চ হয়েছিল ম্যাজিক ৮ এবং ম্যাজিক ৮ প্রো। এবারে উক্ত মডেলটি আনার জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে অনার (HONOR)। আকার-আকৃতির কথা বললে, এই প্রিমিয়াম ফোন বর্তমানে ট্রেন্ডিং স্লিম ডিজাইনে আসবে। আবার অতি জনপ্রিয় Google Pixel 10-এর আদলে তৈরি হয়েছে। ফোনটিকে ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের মূল কারণই হল এর হালকা ওজন এবং অসাধারণ পাতলা গড়ন, যা সরাসরি Apple iPhone Air-কেও টেক্কা দিতে প্রস্তুত।
HONOR Magic 8 Air-এ পিক্সেল ১০-এর ছোঁয়া
ফাঁস হওয়া রেন্ডার ইমেজ অনুযায়ী, ম্যাজিক ৮ এয়ার-এর (HONOR Magic 8 Air) পেছনের অংশে একটি বড় অনুভূমিক (Horizontal) ক্যামেরা আইল্যান্ড দেখা যেতে পারে। দেখতে যা অনেকটা গুগল পিক্সেল সিরিজের সিগনেচার ডিজাইনের মতো। ফোনের পেছনের অংশটি ব্রাশড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে পারে। ডিভাইসটিকে এককথায় যা এক অভিজাত্য দর্শন দেবে। আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে, ফোনের ডান দিকে পাওয়ার এবং ভলিউম বাটনের পাশাপাশি একটি তৃতীয় ফিজিক্যাল বাটন নজরে পড়েছে। অনুমান করা হচ্ছে, এটি একটি ডেডিকেটেড এআই (AI) বাটন। এর সাহায্যে সরাসরি অনারের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীটি (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স অ্যাসিস্ট্যান্ট) দ্রুত চালু করা যাবে।
আরও পড়ুন: রিভার্স চার্জিং ও ১০৮MP ক্যামেরা সহ বাজার তোলপাড় করতে এল Redmi Note 15 5G
অনার ম্যাজিক ৮ এয়ার-এর সবচেয়ে বড় চমক হচ্ছে এর ওজন। তথ্য অনুযায়ী, ফোনটির থিকনেস হবে প্রায় ৬.৩ মিমি। যদিও এটি আইফোন এয়ার (৫.৬ মিমি) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ (৫.৮ মিমি)-এর তুলনায় সামান্য বেশি মোটা। ওজনের দিক থেকে এটি সবাইকে ছাড়িয়ে যাবে। ম্যাজিক ৮ এয়ার-এর ওজন হবে মাত্র ১৫৮ গ্রাম। যেখানে আইফোন এয়ার-এর ওজন ১৬৫ গ্রাম এবং গ্যালাক্সি এস২৫ এজ ১৬২ গ্রাম ভারি। সম্প্রতি অনারের প্রোডাক্ট ম্যানেজার লি কুন একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে ওজন মাপার যন্ত্রে আইফোন এয়ার-এর চেয়ে অনারের ফোনটি বেশি হালকা।
বিস্ময়কর স্পেসিফিকেশন
অত্যন্ত পাতলা হলেও পারফরম্যান্সের দিক থেকে অনার কোনো আপস করছে না। এতে ৬.৩১ ইঞ্চির একটি ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। ফোনটি শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর দ্বারা পরিচালিত হবে বলে শোনা যাচ্ছে। ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে। এত পাতলা ডিভাইসেও কোম্পানি ৫,৫০০mAh-এর বিশাল ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়ার পরিকল্পনা করছে, যা সত্যিই প্রশংসনীয়।
প্রসঙ্গত, ২০২৬ সালের প্রথম দিকেই অনার তাদের এই ম্যাজিক ৮ এয়ার (HONOR Magic 8 Air) বিশ্ববাজারে উন্মোচন করতে পারে। একই সময়ে স্যামসাং এবং অ্যাপলও তাদের নতুন স্লিম মডেলগুলি বাজারে আনার পরিকল্পনা করছে। ফলে এবছর প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।
