গত মে মাসে চীনা বাজারে আত্মপ্রকাশ করেছিল Oppo Reno 14 সিরিজের স্মার্টফোনগুলি। বর্তমানে এর উত্তরসূরি, Oppo Reno 15 সিরিজটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। আর এখন সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে এই হ্যান্ডসেটগুলির লঞ্চের তারিখ প্রকাশ্যে এসেছে। আসন্ন এই লাইনআপে তিনটি মডেল থাকবে বলে আশা করা হচ্ছে – স্ট্যান্ডার্ড Reno 15, Reno 15 Pro এবং Oppo-র নতুন সংযোজন Reno 15 Mini। ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে, Reno 15 সিরিজটি আগামী মাসে ভারতের বাজারেও পা রাখবে।
ফাঁস হল Oppo Reno 15 সিরিজের লঞ্চের তারিখ
গিজমোচিনা-এর লেটেস্ট রিপোর্ট অনুসারে, ওপ্পো রেনো ১৫ সিরিজের লঞ্চের টিজিং পোস্টার চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো (Weibo)-তে প্রকাশিত হয়েছে। এই পোস্টারে বলা হয়েছে যে, Reno 15 লাইনআপ আগামী ১৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (ভারতীয় সময় বিকেল ৪:৩০ টে) চীনে লঞ্চ হবে। অর্থাৎ, এই বহু প্রতীক্ষিত সিরিজটি উপলব্ধ হবে ব্র্যান্ডের ‘ডাবল ইলেভেন’ (১১.১১) শপিং ফেস্টিভ্যাল চলাকালীন। তবে, ওপ্পোর অফিসিয়াল ওয়েইবো হ্যান্ডেলে এই পোস্টারটি দেখা যায়নি, ফলে এটির বৈধতা নিয়ে সন্দেহ থেকে যায়।
ইতিমধ্যেই প্রকাশিত প্রতিবেদনগুলি ইঙ্গিত করেছে যে, ওপ্পো রেনো ১৫ সিরিজটি ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, যার মধ্যে ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ মিনি অন্তর্ভুক্ত থাকবে। যদিও প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, ব্র্যান্ডটি আগের সিরিজের সাথে সামঞ্জস্য রেখে একটি ওপ্পো রেনো ১৫ প্রো ম্যাক্স মডেল এই সিরিজে অন্তর্ভুক্ত করবে। এছাড়া, স্ট্যান্ডার্ড মডেলটি একটি কমপ্যাক্ট ডিভাইস হবে বলেও অনুমান করা হচ্ছে।
স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ মিনি যথাক্রমে ৬.৭৮ ইঞ্চির এবং ৬.৩২ ইঞ্চির ১.৫কে ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে। আর, স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১৫-এর ডিসপ্লে আকার হতে পারে ৬.৫৯ ইঞ্চি। প্রতিটি মডেলই একটি ধাতব ফ্রেম এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ + আইপি৬৯ রেটিং সহ আসতে পারে।
ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ মিনি মডেল দুটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যা ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP5 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স দ্বারা গঠিত হবে। আর সেলফি ও ভিডিও কলের জন্য হ্যান্ডসেটগুলিতে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে বলে শোনা যাচ্ছে।
প্রথমে শোনা যাচ্ছিল, Oppo Reno 15 Pro মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হবে, কিন্তু এখন জানা গেছে এটি MediaTek Dimensity 9400 চিপের সাথে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে থাকতে পারে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি।
