Xiaomi 17 Ultra Launched

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল Xiaomi 17 Ultra। শাওমির এই লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন ফটোগ্রাফি-প্রেমীদের মন জেতার জন্য আনা হয়েছে। এক কথায় ছবির মান অন্য উচ্চতায় নিয়ে জেতে ফোনটির জুড়ি মেলা ভার! ছবিপ্রেমীরা দীর্ঘদিন ধরে যার অপেক্ষায় ছিলেন এবারে সেই সাধ পূরণ করবে ফোনটি। কী শুনবেন? এটি একটি ফিজিক্যাল ম্যানুয়াল ক্যামেরা রিং সহ এসেছে। লাইকার (Leica) সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই ফোনে কেবল ১ ইঞ্চির সেন্সরই নয়, বরং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্সও দেওয়া হয়েছে। যা প্রযুক্তি-মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। চলুন ডিভাইসটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Xiaomi 17 Ultra: অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম ও লাইকা এডিশন

শাওমি ১৭ আল্ট্রা-র প্রধান আকর্ষণ হচ্ছে এর ট্রিপল লাইকা রিয়ার ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি লাইট ফিউশন ১০৫০এল সেন্সর। এর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামের, যা ৭৫ মিমি থেকে ১০০ মিমি পর্যন্ত নিরবচ্ছিন্ন অপটিক্যাল জুমের সুবিধা প্রদান করে। এছাড়া অটোফোকাস ফিচার যুক্ত ৫০ মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড লেন্সও উপস্থিত।

আরও পড়ুন: প্যান-আধার লিঙ্ক নেই? ৩১ ডিসেম্বরের মধ্যে না করলে বড় বিপদ!

বিশেষ লাইকা এডিশনটিতে ক্যামেরা আইল্যান্ডের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং দেওয়া হয়েছে। এই রিংটিতে ২০টি সূক্ষ্ম বল বিয়ারিং ব্যবহৃত হয়েছে, যা ০.০৩ মিমি পর্যন্ত নড়াচড়া শনাক্ত করতে সক্ষম। রিংটি ঘোরালেই স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা চালু হয় এবং এটি ব্যবহার করে এক্সপোজার বা ম্যানুয়াল ফোকাস নিয়ন্ত্রণ করা সম্ভব। লাইকা এম-সিরিজের ক্যামেরার আদলে তৈরি এই স্পেশাল এডিশনটিতে টেক্সচার্ড লেদার এবং লাইকার সেই আইকনিক লাল বিন্দু বা ব্যাজ নজরে পড়বে।

বিশাল ডিসপ্লে এবং দুর্ধর্ষ পারফরম্যান্স

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল ফ্ল্যাট এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যা উজ্জ্বল রোদেও পরিষ্কার ছবি দেখার নিশ্চয়তা দেয়। ফোনের ভেতরে শক্তির জোগান দিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এর সঙ্গে থাকছে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ। ডিভাইসটি শাওমির নতুন হাইপারওএস ৩.০ (HyperOS 3.0) দ্বারা পরিচালিত হবে।

শাওমি ১৭ আল্ট্রা-তে ৬,৮০০ এমএএইচ-এর একটি বিশাল সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অবাক করার মতো বিষয় হল, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটি এখনও পর্যন্ত শাওমির আল্ট্রা মডেলগুলির মধ্যে সবচেয়ে পাতলা। থিকনেস মাত্র ৮.২৯ মিমি। দ্রুত চার্জ করার জন্য এতে ৯০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা মিলবে। সুরক্ষার দিক থেকে ফোনটি আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং প্রাপ্ত, যা ধুলো ও জল থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

আরও পড়ুন: বড়দিনের শেষে বঙ্গে নামল পারদ, দেখুন আবহাওয়া আপডেট

দাম

চিনের বাজারে লঞ্চ হওয়া Xiaomi 17 Ultra-র স্ট্যান্ডার্ড মডেলের দাম শুরু হচ্ছে ৬,৯৯৯ চাইনিজ ইউয়ান থেকে (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯,৪৫৫ টাকা)। অন্যদিকে, আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ লাইকা এডিশনটির দাম শুরু হচ্ছে ৭,৯৯৯ চাইনিজ ইউয়ান থেকে (ভারতীয় মুদ্রায় প্রায় ১,০২,২৩৫ টাকা)। চিনে এই ফোন দুটির বিক্রি শুরু হবে ২৭ ডিসেম্বর থেকে। গ্লোবাল মার্কেটে ফোনটি কবে আসবে সংস্থার পক্ষ থেকে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

© 2026 IndiasPress | All Rights Reserved