Xiaomi 17 Ultra Launching Today

স্মার্টফোন-প্রেমীদের জন্য বড়দিন উপলক্ষ্যে বিশেষ উপহার নিয়ে আসছে জনপ্রিয় চৈনিক ব্র্যান্ড শাওমি (Xiaomi)। আজ, ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 17 Ultra। এটি মূলত শাওমি ১৭ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম এবং শক্তিশালী মডেল হতে চলেছে। এই সিরিজের অন্যান্য মডেল – শাওমি ১৭, ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স, আগেই বাজারে সাড়া ফেলেছে। আজ বৃহস্পতিবার লঞ্চের আগে ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।

Xiaomi 17 Ultra: লঞ্চের সময় এবং লাইভ স্ট্রিমিং

ভারতীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে শাওমি ১৭ আল্ট্রা-র পর্দা উন্মোচিত হবে। শাওমি এবং লাইকা (Leica)-র ইমেজিং স্ট্র্যাটেজিক কো-অপারেশন ইভেন্টের মাধ্যমে এটি বিশ্বের সামনে আনা হবে। চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘উইবো’ (Weibo)-তে এই লঞ্চ অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

আরও পড়ুন: বাজারে ঝড় তুলতে আসছে OnePlus Nord 6! লঞ্চের আগেই ফাঁস ক্যামেরা-প্রসেসর

সম্ভাব্য দাম ও রঙ

চিনে লঞ্চ হতে চলা ফোনটির দাম শাওমি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, এর দাম ‘শাওমি ১৫ আল্ট্রা’-র মতোই ধার্য করা হতে পারে।

  • ১২ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট: প্রায় ৭৮,০০০ টাকা (৬,৪৯৯ চাইনিজ ইউয়ান)।
  • ১৬ জিবি ব়্যাম ও ১ টিবি হাই-এন্ড ভ্যারিয়েন্ট: প্রায় ৯৩,০০০ টাকা (৭,৭৯৯ চাইনিজ ইউয়ান)।

লঞ্চের সময় ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। যথা কালো, সাদা এবং স্টারি স্কাই গ্রিন।

শক্তিশালী ক্যামেরা এবং ডিসপ্লে

শাওমি ১৭ আল্ট্রা-র সবচেয়ে বড় আকর্ষণ হল এর ক্যামেরা সিস্টেম। এতে লাইকা-র (Leica) বিশেষ টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে:

  • প্রধান ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল লাইকা ১-ইঞ্চি ‘লাইট অ্যান্ড শ্যাডো মাস্টার’ মেইন সেন্সর।
  • টেলফটো লেন্স: ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যা দিয়ে অসাধারণ জুম এবং স্বচ্ছ ছবি তোলা যাবে।

ফোনে থাকবে ৬.৮ ইঞ্চির ২-কে (2K) এলটিপিও ডিসপ্লে। এছাড়া ফোনটিকে মজবুত করতে এতে দেওয়া হয়েছে থ্রি-ডি প্রিন্টেড টাইটানিয়াম অ্যালয় মিডল ফ্রেম। উল্লেখ্য যে, এটি এযাবৎকালের সবচেয়ে পাতলা ‘আল্ট্রা’ মডেল হতে চলেছে। ফোনটির থিকনেস মাত্র ৮.২৯ মিমি।

আরও পড়ুন: টিএফটি ডিসপ্লে সহ হাজির হল KTM 160 Duke, এখন আরও আকর্ষণীয়

পারফরম্যান্স এবং ব্যাটারি সক্ষমতা

স্মার্টফোনটির পারফরম্যান্স উন্নত করতে এতে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ ব্যবহার করা হতে পারে। এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:

  • ব্যাটারি: দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে থাকছে ৬,৮০০ এমএএইচ (mAh) এর বিশাল ব্যাটারি।
  • চার্জিং: দ্রুত চার্জ করার জন্য ১০০ ওয়াট তারযুক্ত চার্জিং এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।
  • কানেক্টিভিটি: এর হাই-এন্ড ভ্যারিয়েন্টগুলিতে আল্ট্রা-ওয়াইডব্যান্ড সাপোর্ট এবং স্যাটেলাইট কানেক্টিভিটি বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগের সুবিধা থাকতে পারে।

প্রসঙ্গত, দুর্ধর্ষ ফিচার যুক্ত প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 17 Ultra বাজারে স্যামসাং এবং অ্যাপল-এর মতো ব্র্যান্ডগুলিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved