Jana Nayagan trailer furthers Bhagavanth Kesari remake talks

থালাপথি বিজয়ের রূপোলি পর্দা থেকে বিদায় নেওয়ার ঘণ্টা বেজে গেছে। আগামী ৯ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে তাঁর শেষ ছবি ‘জন নায়গন’ (Jana Nayagan)। এটি ‘ভগবন্ত কেশরী’-র (Bhagavanth Kesari) রিমেক বলে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিটির ট্রেলার দর্শকমহলে উন্মাদনা সৃষ্টি করেছে। এটি যে একটি হাই-ভোল্টেজ রাজনৈতিক ও অ্যাকশন ড্রামা হতে চলেছে, তারও স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। ট্রেলারটি শুরু হয় একটি স্মার্টফোনের স্ক্রিনে ‘থালাপথি ভেট্রি কোন্ডান’ (Thalapathy Vetri Kondan) লেখা দিয়ে, যা সরাসরি বিজয়ের বাস্তব জীবনের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’-এর শ্লোগানকে মনে করিয়ে দেয়। ছবিতে বিজয়কে একাধিক অবতারে দেখা যাবে। কখনও তিনি একজন সাজাপ্রাপ্ত কয়েদি, কখনও লড়াকু বিপ্লবী, আবার কখনও দুর্ধর্ষ পুলিশ অফিসার।

ভগবন্ত কেশরী-র রিমেক বলে জল্পনা | Bhagavanth Kesari

এই ছবির গল্পের প্রাণকেন্দ্রে রয়েছে এক বাবা ও মেয়ের আবেগঘন সম্পর্ক। বিজয় চান তাঁর মেয়ে ভিজি (মমিতা বাইজু) ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করুক। কিন্তু জীবনের এক চরম আঘাত ভিজির লক্ষ্যকে নড়বড়ে করে দেয়। অন্যদিকে, ছবির প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে ববি দেওলকে। তাঁর চরিত্রটি এমন এক সন্ত্রাসবাদীর, যার লক্ষ্য ভারতকে ধ্বংস করা। ট্রেলারে ববিকে হুঙ্কার দিতে শোনা যায়, “আজ থেকে ঠিক ৩০ দিনের মাথায় ভারত আমার পায়ে লুটিয়ে পড়বে।” প্রকাশ রাজ এখানে এক কুচক্রী রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ববির চরিত্রের সঙ্গী। এছাড়াও সুনীলকে এক উগ্র মেজাজের গুন্ডার চরিত্রে দেখা গিয়েছে। দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে ট্রেলারে পূজা হেগড়ে, নারায়ণ এবং প্রিয়ামণির এক ঝলক।

আরও পড়ুন: রবিতে দক্ষিণে বাড়বে ঠান্ডা! জারি বিশেষ সতর্কতা

বিজয় ভক্তদের জন্য ট্রেলারটি ছিল নস্টালজিয়ার খনি। ‘থুপ্পাক্কি’ ছবির বিখ্যাত “আই অ্যাম ওয়েটিং” সংলাপটির এক নতুন সংস্করণ এবং ‘মেরসাল’-এর মতো আইকনিক এন্ট্রি ফ্রেমগুলি ট্রেলারে বাড়তি মাত্রা যোগ করেছে। ট্রেলারের শেষে বিজয়কে দেখা যায় একদল রাজনৈতিক গুন্ডাকে চাবুক মারতে। যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে রাজনীতি কেবল লুটপাট বা খুনের জায়গা নয়, বরং নিঃস্বার্থ সেবার জায়গা। তবে সব থেকে বড় চমক ছিল ট্রেলারের একদম শেষ দৃশ্যে। সেখানে বিজয়ের সামনে একটি রোবটকে যুদ্ধ করতে দেখা যায়। এটি ইঙ্গিত দিচ্ছে যে ছবিতে সম্ভবত সায়েন্স-ফিকশন বা বিজ্ঞানের কোনো যোগসূত্রও থাকতে পারে।

পরিচালক এইচ বিনোদ এবং সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের এই মহাকাব্যিক প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল যে এটি তেলেগু ছবি ‘ভগবন্ত কেশরী’-র (Bhagavanth Kesari) রিমেক। ট্রেলার প্রকাশের পর অনেক নেটিজেনই দাবি করছেন যে মূল গল্পের কাঠামোয় মিল রয়েছে। যদিও পরিচালক বিনোদ আগে বলেছিলেন যে, দর্শকরা প্রেক্ষাগৃহে গেলেই সব স্পষ্ট হয়ে যাবে। কেভিএন প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন গৌতম বাসুদেব মেনন, নাসের এবং রেবা মনিকা জনের মতো তারকারা। পঙ্গলের আবহে ৯ই জানুয়ারি মুক্তি পেতে চলা এই ছবিটি থালাপথি বিজয়ের সিনেমা কেরিয়ারের একটি ঐতিহাসিক বিদায় হতে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved