Prashant Tamang

ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজেতা প্রশান্ত তামাং (Prashant Tamang) আর নেই। গানের পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এ তামাংয়ের ঠান্ডা মাথার আততায়ীর চরিত্রে অভিনয় দর্শকদের মন জয় করেছিল। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জনপ্রিয় গায়ক ও অভিনেতা। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সংগীত ও অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রশান্তের (Prashant Tamang) আকাল মৃত্যুতে শোক সংগীত মহলে

প্রশান্তের (Prashant Tamang) ঘনিষ্ঠ বন্ধু ও গায়ক মহেশ সেবা পিটিআই-কে জানিয়েছেন, দিল্লির জনকপুরীতে নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর। আজ সকাল ৯টা নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কয়েক দিন আগেই তাঁর সঙ্গে কথা হয়েছিল এবং তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে জানান মহেশ। প্রশান্তের মৃতদেহ বর্তমানে হাসপাতালেই রাখা হয়েছে। তাঁর শেষকৃত্য দিল্লি নাকি দার্জিলিংয়ে সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

১৯ জানুয়ারি ১৯৮৩ সালে দার্জিলিংয়ের এক গোর্খা পরিবারে জন্ম নেন প্রশান্ত। তাঁর বাবা পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত ছিলেন এবং চাকরিরত অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। বাবার অকাল প্রয়াণের পর পরিবারের দায়িত্ব কাঁধে নিতে প্রশান্ত পড়াশোনা ছেড়ে বাবার চাকরিতে যোগ দেন। বন্ধুদের অনুপ্রেরণায় ২০০৭ সালে তিনি রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশন দেন এবং শেষ পর্যন্ত প্রতিযোগিতায় জয়ী হন। প্রশান্তের সেই জয় দার্জিলিং পাহাড়, সিকিম এবং নেপালের একাংশে নজিরবিহীন উৎসবের সূচনা করেছিল। এরপর ২০১০ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’ প্রকাশিত হয়। তিনি দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করতে শুরু করেন।

আরও পড়ুন: একদিনের আয় তাক লাগাবে! The Raja Saab দেখার আগে জানুন রিভিউ

সংগীতের পাশাপাশি প্রশান্ত অভিনয়ের জগতেও নিজের ছাপ রেখেছিলেন। ২০১০ সালে নেপালি ব্লকবাস্টার ছবি ‘গোর্খা পল্টন’-এর মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর ‘অঙ্গালো ইয়ো মায়া কো’, ‘নিশানি’, ‘পরদেশি’-র মতো একাধিক হিট ছবিতে তাঁকে দেখা গিয়েছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে অত্যন্ত জনপ্রিয় সিরিজ ‘পাতাল লোক ২’-এ ড্যানিয়েল লেচো নামক এক আততায়ীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। মৃত্যুর আগে তিনি সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির কাজ শেষ করেছিলেন, যা আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দুর্ভাগ্যবশত, নিজের সেই বড় পর্দার কাজ দেখে যেতে পারলেন না শিল্পী।

প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় গায়ক ও জাতীয় স্তরের শিল্পী প্রশান্ত তামাংয়ের অকাল প্রয়াণে তিনি অত্যন্ত মর্মাহত। দার্জিলিংয়ের পাহাড়ের সন্তান এবং একসময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলার মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। মুখ্যমন্ত্রী তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর রানার-আপ অমিত পালও তাঁর বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি সামাজিক মাধ্যমে প্রশান্তের (Prashant Tamang) ছবি শেয়ার করে লিখেছেন যে, প্রশান্ত ছাড়া জগতটা আর আগের মতো থাকবে না এবং এই সত্যিটা তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। প্রশান্ত তাঁর স্ত্রী গীতা থাপা এবং চার বছরের কন্যাসন্তান আরিয়াহকে একা রেখে চলে গেলেন। সামাজিক মাধ্যমে প্রায়ই তিনি তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতেন। তাঁর এই অকাল প্রয়াণ ভারতীয় বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved