DGCA issues strict guidelines banning the use of power bank mid-air

আকাশপথে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে আরও সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা বা ডিজিসিএ (DGCA)। সম্প্রতি এক বিশেষ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এখন থেকে বিমানের ভেতরে উড়ান চলাকালীন কোনো যাত্রী আর পাওয়ার ব্যাঙ্ক (Power Bank) ব্যবহার করতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞার মানে এই নয় যে পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখা যাবে না। ডিজিসিএ স্পষ্ট করেছে যে, যাত্রীরা তাঁদের হ্যান্ডব্যাগে পাওয়ার ব্যাঙ্ক বহন করতে পারবেন, কিন্তু সেটি চার্জ দেওয়ার কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল বা অন্যান্য ডিজিটাল ডিভাইস চার্জ দেওয়ার প্রয়োজন হলে যাত্রীদের বিমানের ভেতরে থাকা নির্দিষ্ট চার্জিং পয়েন্টগুলো ব্যবহার করতে বলা হয়েছে।

বিমানে ব্যবহার করা যাবে না পাওয়ার ব্যাঙ্ক | Power Bank

ডিজিসিএ তাদের ‘বিপজ্জনক পণ্য পরামর্শ সার্কুলার’-এ এই কঠোর সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণগুলি ব্যাখ্যা করেছে। মূলত মোবাইল বা ট্যাবলেটের মতো গ্যাজেট চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত পাওয়ার ব্যাঙ্কগুলিতে অত্যন্ত উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকে। বর্তমানের আধুনিক পাওয়ার ব্যাঙ্কগুলি খুব পাতলা ও কম ওজনের করার চেষ্টা করা হয়। যার ফলে ব্যবহারের সময় এগুলি খুব দ্রুত উত্তপ্ত হয়। অতিরিক্ত গরম হওয়ার ফলে ব্যাটারিগুলি যেকোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটাতে পারে। মাঝ আকাশে এ ধরনের দুর্ঘটনা ঘটলে তা সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাই আগাম সতর্কতা হিসেবেই এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: মাত্র ৪৪ টাকায় বছরভর সচল থাকবে Jio সিম! নম্বর বন্ধের দুশ্চিন্তা এড়াতে রইল টিপস

বিমানের ভেতরে এই নতুন নিয়ম কার্যকর করার ক্ষেত্রে বিমানকর্মীদের বিশেষ ভূমিকা থাকবে বলে জানানো হয়েছে। ক্রু-মেম্বাররা নিয়মিতভাবে যাত্রীদের এই নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত করবেন। এর পাশাপাশি কোনো যাত্রীর কাছে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ যদি অতিরিক্ত গরম হয়ে যায়, কিংবা কোনো ডিভাইস থেকে ধোঁয়া বা পোড়া গন্ধ বের হতে দেখা যায়, তবে দেরি না করে তা দ্রুত বিমানকর্মীদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিমান সংস্থাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এ ধরনের জরুরি পরিস্থিতি বা আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জাম ও বিকল্প ব্যবস্থা সবসময় প্রস্তুত রাখে।

উল্লেখ্য, ভারতই প্রথম দেশ নয় যারা এই নিয়ম চালু করল। এর আগে সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিও বিমানযাত্রায় পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। এই সিদ্ধান্তের পেছনে গত বছরের একটি তিক্ত অভিজ্ঞতা উৎসেচকের কাজ করেছে। গত অক্টোবর মাসে দিল্লি বিমানবন্দর থেকে ডিমাপুরগামী একটি ইন্ডিগো বিমানে এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে (Power Bank) হঠাৎ আগুন ধরে যায়। সেই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবং যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতেই ডিজিসিএ এই বিশ্বমানের নিরাপত্তা বিধি ভারতেও কার্যকর করল। এখন থেকে বিমানে ভ্রমণের সময় চার্জ দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের আরও সচেতন ও সাবধান থাকতে হবে।

By SubhadipDasgupta

Subhadip Dasgupta is the founding editor and a senior news writer at IndiaPress. He covers automobile launches, technology updates, national affairs and breaking news.

© 2026 IndiasPress | All Rights Reserved