On World AIDS Day TAPS Spreads Awareness Message

কোলকাতা, ১ ডিসেম্বর ২০২৫: থ্যালাসেমিয়া ও এইডস প্রতিরোধ সমিতি (TAPS) তাদের ৩৬তম বিশ্ব এইডস দিবস (World AIDS Day) উপলক্ষ্যে এ বছরও নানা সচেতনতা কর্মসূচির আয়োজন করে সমাজে মানবিক বার্তা ছড়িয়ে দিয়েছে। “Overcoming disruption, transforming the AIDS response” — এ বছরের এই থিম সামনে রেখে সংগঠনটি বিশ্বব্যাপী এইডস প্রতিরোধে নতুন উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে এইডস–সংক্রান্ত হুমকি এখনও গুরুতর। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী এইডস মোকাবিলার অগ্রগতি থমকে গেছে, কমে গেছে প্রয়োজনীয় সম্পদ; ফলে ঝুঁকিতে রয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন। মানবাধিকার লঙ্ঘন, সামাজিক বৈষম্য এবং বিভাজন এখনও এই মহামারিকে দীর্ঘস্থায়ী করে তুলছে।

Also Read: পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস, সচেতনতার পথেই প্রতিরোধের শক্তি

WHO–এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ৪০.৮ মিলিয়ন মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। ওই বছর ৬ লক্ষ ৩০ হাজার মানুষ এইডস–সম্পর্কিত কারণে মারা যান, এবং ১.৩ মিলিয়ন মানুষ নতুনভাবে সংক্রমিত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বনেতা ও নাগরিকদেরকে সমান সুযোগ ও সেবার নিশ্চয়তা দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে—বিশেষ করে শিশু, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং তাদের সঙ্গীদের জন্য।

ভারতের পরিস্থিতিও উদ্বেগজনক

ভারতেও পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৪ সালে দেশে আনুমানিক ২৬ লক্ষ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে আছেন, নতুন সংক্রমণ হয়েছে ৬৪ হাজার, এবং ৩২ হাজার মানুষ মারা গেছেন এইডস–সম্পর্কিত কারণে। মিজোরাম, নাগাল্যান্ড ও মণিপুরে সংক্রমণের হার সর্বাধিক। পশ্চিমবঙ্গে ২০২৩ সালের HIV প্রাদুর্ভাব ছিল ০.০৮%, এবং নতুন সংক্রমণ ছিল প্রায় ৩.১৫ হাজার। পরিবর্তিত ঝুঁকি–আচরণের কারণে অনেক সময় সংক্রমণ শনাক্তকরণ ও পরীক্ষা পরিচালনায় নতুন চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

TAPS-এর সদর দফতর ‘হেলথ ব্যাংক’–এর তরফে জানানো হয়, আগামী দিনে তারা আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে—যাতে সমাজে এইচআইভি–এইডস সম্পর্কে ভ্রান্ত ধারণা, আতঙ্ক ও সামাজিক কলঙ্ক দূর করা যায়। বিশ্ব এইডস দিবসে (World AIDS Day) সংস্থা ভবিষ্যতেও এই জনস্বার্থমূলক উদ্যোগে পাশে থাকার আহ্বান জানিয়েছে।

Debabrata Sengupta

By Debabrata Sengupta

Debabrata Sengupta is a senior journalist. He worked with many news portal and channel.

© 2026 IndiasPress | All Rights Reserved