West Bengal Weather Forecast

রাজ্যের সর্বত্রই চলছে জাঁকিয়ে শীতের (Weather Forecast) আমেজ। উত্তরবঙ্গের পর দক্ষিণেও হিমেল হওয়ার পরশ সকাল-সন্ধ্যায় বেশ ভালই অনুভূত হচ্ছে। এই আমেজ আরও কিছুদিন বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের (আইএমডি)। সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি ওঠানামা করবে না। বড়জোর এক-দুই ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

হাওয়া অফিস কী জানাল?

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়। এর সঙ্গে দোসর উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বয়ে চলা ওয়েস্টারলি জেট স্ট্রিম। এই দুইয়ের প্রভাবে বঙ্গবাসীদের সোয়েটার-মাপলার জড়িয়েই থাকতে হবে।

সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কার্যত ঠান্ডার দাপট চলবে। এর সঙ্গেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচেই। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আবার উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে সর্বত্রই সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার ঘনঘটা প্রত্যক্ষ করা যাবে। এতে করে দৃশ্যমানতা খানিক কমবে বলেই পূর্বাভাস। তবে ঘন কুয়াশা নিয়ে এখনই কোন সতর্কতা জারি করা হয়নি। শুষ্ক আবহাওয়া চলবে। সম্ভাবনা নেই বৃষ্টির।

আরও পড়ুন: Mahindra XUV 7XO-এর অগ্রিম বুকিং শুরু ১৫ ডিসেম্বর, জানুন বিস্তারিত বৈশিষ্ট্য

কলকাতার চিত্র (Weather Forecast)

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে ডিসেম্বরে দু’বার তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে পৌঁছেছে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি। মোটের উপর আকাশ থাকবে পরিষ্কার। সকাল সন্ধ্যায় শীতের অনুভূতি বাড়বে। বেলার দিকেও ঠান্ডা কমবে না।

উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশার ঘনঘটা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য অঞ্চলগুলিতে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নামবে বলে পূর্বাভাস। শুষ্ক আবহাওয়ার সঙ্গেই তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন নজরে পড়বে না।

আরও পড়ুন: Kia Seltos 2026-এর বিশ্বব্যাপী আত্মপ্রকাশ, ২০২৬-এর প্রথমেই লঞ্চ

দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা (Weather Forecast) ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৯ থেকে ১১ ডিগ্রির ঘরে। দুই দিনাজপুর ও মালদা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।

© 2026 IndiasPress | All Rights Reserved