Gangasagar Mela

হাড়কাঁপানো কনকনে ঠান্ডা আর ভোরের কুয়াশাকে উপেক্ষা করেই বুধবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে সাগরদ্বীপে নামল মানুষের ঢল (Gangasagar Mela)। হুগলি নদী ও বঙ্গোপসাগরের পবিত্র সঙ্গমস্থলে মোক্ষলাভের আশায় ডুব দিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১টা ১৯ মিনিটে স্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে। যা পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। তবে সূর্যোদয়ের পর থেকেই গঙ্গাসাগরের তটে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পবিত্র স্নান সেরে পুণ্যার্থীরা কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে দেশ ও দশের মঙ্গলকামনা করেন।

অল্পের জন্য প্রাণ বাঁচল পুণ্যার্থীর (Gangasagar Mela)

পুণ্যস্নানের এই মহোৎসবের মধ্যেই বুধবার সকালে এক চাঞ্চল্যকর ও রোমহর্ষক ঘটনা ঘটে। স্নান করার সময় উত্তাল সমুদ্রের ঢেউয়ের টানে গভীর জলে ভেসে যেতে শুরু করেন সুদীপ্ত নামের এক যুবক। তটের সাধারণ মানুষের চিৎকারে মুহূর্তের মধ্যে তৎপর হয়ে ওঠে সেখানে মোতায়েন থাকা ভারতীয় নৌবাহিনীর উদ্ধারকারী দল। কালক্ষেপ না করে নৌবাহিনীর অভিজ্ঞ ডুবুরির দল গভীর জলে ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যেই তলিয়ে যেতে থাকা ওই তীর্থযাত্রীকে উদ্ধার করে আনে। নিরাপদ স্থানে ফিরিয়ে আনার পর তাঁকে দ্রুত পুলিশের কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ বোধ করলে প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে হস্তান্তর করা হয়। নৌবাহিনীর এই অতন্দ্র প্রহরা ও সাহসিকতার কারণেই আজ একটি তরতাজা প্রাণ অকালমৃত্যুর হাত থেকে রক্ষা পেল।

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত, আগামী এক সপ্তাহ কি এমনভাবেই কাঁপবে বাংলা?

এবারের গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) নিরাপত্তার খাতিরে নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। মেলা প্রাঙ্গণ ও সমুদ্র উপকূলের প্রতিটি কোণায় নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন। আকাশপথে ড্রোনের মাধ্যমে ক্রমাগত ভিড় নিয়ন্ত্রণ এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন আধিকারিকরা। এর পাশাপাশি জলপথে কোস্ট গার্ড এবং নৌবাহিনীও সক্রিয় রয়েছে। দুর্ঘটনা এড়াতে এবং পুণ্যার্থীদের যাতায়াত সুগম করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মেলা চত্বরে।

কেবল নিরাপত্তাই নয়, মেলা প্রাঙ্গণের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবার। আবর্জনা সরাতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বর্জ্য মোকাবিলা পদ্ধতির আমূল সংস্কার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুরক্ষাবিধি নিশ্চিত করতেই এবার প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তীর্থযাত্রীদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য শৌচালয় থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা করা হয়েছে। বুধবার সারাদিন এবং বৃহস্পতিবারও স্নানের ভিড় বজায় থাকবে। সব মিলিয়ে, হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও গঙ্গাসাগর (Gangasagar Mela) এখন ভক্তি আর মোক্ষলাভের আনন্দে মুখরিত।

Debabrata Sengupta

By Debabrata Sengupta

Debabrata Sengupta is a senior journalist. He worked with many news portal and channel.

© 2026 IndiasPress | All Rights Reserved