Poschimbongo Weather Update

জানুয়ারির শুরু থেকেই বাংলার জনজীবনে শীতের ঝোড়ো ইনিংস চলছিল (Poschimbongo Weather Update)। তার থেকে গত চব্বিশ ঘণ্টায় কিছুটা স্বস্তি মিলেছে। চলতি মাসে শীতের দাপট এতটাই তীব্র ছিল যে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে নেমে সর্বকালীন রেকর্ড গড়েছিল। কনকনে উত্তুরে হাওয়া আর হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছিল সাধারণ মানুষ। থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। তবে আজ শুক্রবার সকাল থেকেই আবহাওয়ার মেজাজে কিছুটা বদল লক্ষ্য করা গিয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দিনের বেলা ঝলমলে রোদের দেখা মেলায় সাধারণ মানুষ শীতের কামড় থেকে খানিক মুক্তি পেয়েছে। দীর্ঘদিনের কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ চিরে সূর্যের তেজ ফিরে জবুথবু অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে শহরবাসী।

আবহাওয়া দপ্তর কী বলছে? (Poschimbongo Weather Update)

জানিয়ে রাখি, এই সাময়িক স্বস্তি দেখে শীত বিদায় (Poschimbongo Weather Update) নিয়েছে যদি ভেবে বসেন, তবে ভুল করবেন। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এখনই স্বস্তির বার্তা দিচ্ছে না। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যদিও স্বস্তির খবর এটাই যে, এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব বাংলার ওপর পড়ার সম্ভাবনা নেই। এর ফলে কলকাতার তাপমাত্রা সাময়িকভাবে সামান্য বৃদ্ধি পেলেও রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার প্রভাব কিন্তু এখনই কমছে না। শীতের আমেজ পুরোদমে বজায় থাকবে। ভোরের দিকে রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বিশেষ করে বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার চাদর এতটাই ঘন হতে পারে যে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: গাড়ির প্রতি দুর্বল প্রভাস! রাজা-সাবের গ্যারেজে কত দামের মডেল রয়েছে শুনবেন?

আবহাওয়াবিদদের মতে, আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে। রবিবার থেকে পারদ আরও খানিকটা চড়তে পারে। ফলে ঠান্ডা সাময়িকভাবে কম অনুভূত হবে। কিন্তু শীতের বিদায় এখনই নয়। শুক্রবারও জেলার মানুষ ঠান্ডায় রীতিমতো জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রকৃতপক্ষে, জানুয়ারির এই মাঝপথে শীতের যে আমেজ থাকে, তা অটুট থাকবে। বরং আগামী মকর সংক্রান্তিতে তাপমাত্রার পারদ ফের একধাক্কায় অনেকটা নামার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পিঠে-পুলি আর গঙ্গাসাগর মেলার পুণ্যলগ্নে বাংলার মানুষ ফের একবার হাড়কাঁপানো শীতের মুখোমুখি হতে চলেছেন।

উত্তরবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে শীতের দাপট দক্ষিণবঙ্গের তুলনায় কয়েক গুণ বেশি। দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা (Poschimbongo Weather Update) বর্তমানে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা তলানিতে এসে ঠেকছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যা উদ্বেগের কারণ। উত্তরবঙ্গের সমতল অঞ্চল যেমন মালদা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকলেও কনকনে হাওয়ার প্রভাব রয়েছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের ব্যাটিং এখনই শেষ হচ্ছে না, বরং কয়েক দিনের বিরতি নিয়ে তা ফের স্বমহিমায় ফেরার অপেক্ষায় রয়েছে।

© 2026 IndiasPress | All Rights Reserved