WB Weather Forecast

মাঘের শুরুতেই শীতের কামড় (WB Weather Forecast) আরও জোরালো হয়েছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, হাড়কাঁপানো ঠান্ডার যে আমেজ এখন অনুভূত হচ্ছে, তা বজায় থাকবে আরও বেশ কিছু দিন। যদিও সপ্তাহান্তের পর থেকে শীতের তেজ ধীরে ধীরে কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট জনজীবনকে কিছুটা ব্যতিব্যস্ত করে তুলতে পারে। ভোরের দিকে অনেক জায়গাতেই দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার আশঙ্কা রয়েছে।

কলকাতায় ঠান্ডা কেমন? (WB Weather Forecast)

কলকাতার তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার তিলোত্তমার পারদ (WB Weather Forecast) বুধবারের তুলনায় আরও কিছুটা নিচে নেমেছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে যা ১৩.২ ডিগ্রিতে এসে দাঁড়িয়েছে। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ায় শীতের দাপট বেশ ভালোই টের পাচ্ছে শহরবাসী। যদিও সকালের দিকে হালকা কুয়াশা দেখা গিয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ মূলত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে। হাওয়া অফিসের মতে, আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে এবং কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ

শীতের এই ইনিংস নিয়ে আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ, আগামী তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ – সর্বত্রই রাতের তাপমাত্রা বর্তমানের তুলনায় কিছুটা কম থাকবে। তবে এর পরবর্তী তিন দিনে পরিস্থিতির বদল ঘটতে শুরু করবে। ধাপে ধাপে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যার অর্থ হল, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে শীতের প্রকোপ কিছুটা হলেও কমবে। এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। বিশেষ করে দক্ষিণবঙ্গের হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে সড়ক ও রেল পরিবহণে বিঘ্ন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ার ছাড়া বাকি সব জেলাতেই আগামী কয়েক দিন কুয়াশার দাপট বজায় থাকবে।

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নানের ঢল, উত্তাল সমুদ্রে প্রাণ বাঁচাল নৌবাহিনী

প্রসঙ্গত, বর্তমানে উত্তর-পশ্চিম ভারতের বায়ুমণ্ডলে একটি পশ্চিমি ঝঞ্ঝা (WB Weather Forecast) সক্রিয় রয়েছে। শুক্রবার আরও একটি নতুন পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ভৌগোলিক পরিবর্তনের প্রভাবে পার্বত্য দার্জিলিং বাদে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট আরও কয়েক দিন বেশি অনুভূত হবে। পারদ ৭ থেকে ১০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা মূলত ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে। সব মিলিয়ে, আগামী কয়েক দিন শীতের আমেজকে সঙ্গী করেই দিন কাটাতে হবে রাজ্যবাসীকে।

© 2026 IndiasPress | All Rights Reserved